বাংলা নিউজ > ঘরে বাইরে > লাহোরের রাস্তায় উটপাখি! 'বাঁচাতে' গিয়ে মেরেই ফেলল স্থানীয়রা

লাহোরের রাস্তায় উটপাখি! 'বাঁচাতে' গিয়ে মেরেই ফেলল স্থানীয়রা

ছবি : টুইটার (Twitter)

পাকিস্তানে উটপাখি যদিও খুব একটা বিরল নয়। অনেকেই বাড়িতে এনে উটপাখি পোষেন। হালিমে এই মাংস দেওয়া হয়।

এআরওয়াই নিউজের কাছে উপলব্ধ একটি ভিডিওতে, উটপাখিকে লাহোরের খাল রাস্তা জুড়ে আশেপাশের গাড়ি এবং মোটরসাইকেল আরোহীদের পাখি থেকে দূরে সরে যেতে দেখা যায়।

লাহোরের ক্যানাল রোড। ব্যস্ত রাস্তা। গাড়ি এবং মোটরসাইকেলের ভিড়। সেখানেই হঠাত্ ছুটতে দেখা গেল বিশালাকায় দুই উটপাখিকে। দুর্ভাগ্যবশত একটিকে ধরে 'উদ্ধার' করার চেষ্টা করেন স্থানীয়রা। সেই সময়ে উটপাখিটির গলা এমনভাবে চেপে ধরা হয় যে দমবন্ধ হয়ে সেটি মারা যায়। অপর উটপাখিটির কোনও খোঁজ নেই।

সূত্রের খবর, সম্ভবত লাহোরের কারও বাড়িতে পোষা ছিল এই দুই উটপাখি। কোনওভাবে তারা ছাড়া পেয়ে রাস্তায় ছোটাছুটি শুরু করে। শহরের ব্যস্ত কোলাহলে আতঙ্কিত হয়ে ছুটতে শুরু করে উটপাখিটি।

অবাক করার মতো বিষয় হল, এতেও যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হয়নি লাহোরবাসীর। ক্যানাল রোডে উটপাখির পাশ দিয়েই দিব্যি চলতে দেখা গেল গাড়ি, বাস, মোটরসাইকেল। যেন কোনও ব্যাপারই না!

দেখুন ভিডিয়ো:

এরপরেই এটি ধরার চেষ্টা করেন কয়েকজন স্থানীয়। এর মধ্যে একজন উটপাখির গলা চেপে ধরে তাকে শান্ত করার চেষ্টা করেন। ফলস্বরূপ দম বন্ধ হয়ে মৃত্যু হয় পাখিটির।

একটি পাখির মৃত্যু এবং একটি নিখোঁজ হওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন পাকিস্তানের নেটিজেনরা। বন দফতরের কাছে কেন খবর গেল না, কেনই বা 'রক্ষা' করতে গিয়ে পাখিটা মেরে ফেলা হল, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

পাকিস্তানে উটপাখি যদিও খুব একটা বিরল নয়। অনেকেই বাড়িতে এনে উটপাখি পোষেন। ব্যবসায়িকভাবে খামারবাড়িতেও পোষা হয়। এর মূল কারণ হল উটপাখির মাংস। বিশেষ উত্সবে উটপাখির মাংসের দাম বাড়ে। সেই কারণেই এটি পোষেন অনেকে। হালিমে এই মাংস দেওয়া হয়।

একটি পাখির মৃত্যু এবং একটি নিখোঁজ হওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন পাকিস্তানের নেটিজেনরা। বন দফতরের কাছে কেন খবর গেল না, কেনই বা 'রক্ষা' করতে গিয়ে পাখিটা মেরে ফেলা হল, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

পাকিস্তানে উটপাখি যদিও খুব একটা বিরল নয়। অনেকেই বাড়িতে এনে উটপাখি পোষেন। এর মূল কারণ হল উটপাখির মাংস। বিশেষ উত্সবে উটপাখির মাংসের দাম বাড়ে। সেই কারণেই এটি পোষেন অনেকে। হালিমে এই মাংস দেওয়া হয়।

|#+|

এর আগে করাচির রাস্তায় একইভাবে একটি উটপাখিকে ছুটতে দেখা গিয়েছিল। 

বন্ধ করুন