ভারী বৃষ্টি জেরে এবার নতুন তৈরি সংসদভবনের ছাদ থেকেও জল চুঁইয়ে পড়ল। বৃষ্টির জলের জন্যে বালতি এনে 'জুগাড়' করতে দেখা গেল সংসদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের। আজ সংসদের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কংগ্রেসের সাংসদ মণিকম ট্যাগোর। তিনি ক্যাপশনে লেখেন, 'বাইরে পেপার লিক হচ্ছে আর ভিতরে জল লিক করছে। সংসদের যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন, সেখানে সম্প্রতি এভাবে জল চুঁইয়ে পড়তে দেখা গিয়েছে ছাদ থেকে। এর থেকেই স্পষ্ট যে এক বছর আগে তৈরি এই নয়া ভবনে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা সংক্রান্ত সমস্যা রয়েছে। এই বিষয়ে সংসদে আমি মুলতুবি প্রস্তাব আনব।' উল্লেখ্য, তামিলনাড়ুর সাংসদ মণিকম লোকসভায় কংগ্রেসের হুইপ। তাঁর দাবি, সংসদ ভবনের এই অবস্থায় সব দলের সাংসদদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা উচিত যেটি এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করবে। (আরও পড়ুন: আজ ভারী বর্ষণে ডুবতে পারে কলকাতা, কখন কখন হতে পারে বৃষ্টি?)
আরও পড়ুন: ৩ পড়ুয়ার মৃত্যুর স্মৃতি ম্লান হতে না হতে এবার গাজীপুরে বৃষ্টির বলি মা-ছেলে
আরও পড়ুন: কেরলে মৃত বেড়ে ২৭৫! দুর্যোগের মধ্যেই সেতু তৈরি করে উদ্ধারকাজ জারি সেনার
উল্লেখ্য, দিল্লিতে ভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে সতর্কতা। বুধবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিতে দিল্লি পুরো ডুবে গিয়েছে। দিল্লির বহু আবহাওয়া স্টেশনে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ডজ করা হয়েছে। বুধ সন্ধ্যায় বৃষ্টি শুরু হওয়ার প্রথম এক ঘণ্টাতেই বহু জায়গায় ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছিল। এর জেরে রাজধানী জুড়ে জলমগ্ন রাস্তা। এদিকে বৃষ্টির জেরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৮টার মধ্যে ৭৯.২ মিলিমিটার বৃষ্টি হয়। এদিকে সাড়ে ৮টার পর বৃষ্টি কিছুটা কমে। তবে ভোররাত আড়াইটে থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। (আরও পড়ুন: অগস্টে ২ দফায় লম্বা ছুটি পাবেন সরকারি কর্মীরা, এই মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ?)
আরও পড়ুন: বড় ঘোষণা এয়ারটেলের, এই গ্রাহকদের ফ্রি ইন্টারনেট, ফোন কল এবং SMS দেবে সংস্থা
আরও পড়ুন: বাড়ল LPG-র দাম, ঘনিয়ে আসছে সরকারি কর্মীদের 'ডেডলাইন', যা যা বদলাচ্ছে অগস্টে...
এদিকে দিল্লির ওল্ড রাজিন্দর নগরের নিকটবর্তী আবহাওয়া স্টেশন হল পুসা। সেখানে গতরাতে ৮৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এই ওল্ড রাজিন্দর নগরেই রাউ'স স্টাডি সার্কেলের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকে গিয়ে মৃত্যু হয়েছিল ৩ পড়ুয়ার। উল্লেখ্য, গত ২৭ জুলাই কোচিং সেন্টারের বেসমেন্টের দরজা ভেঙে একসঙ্গে প্রচুর জল ভরে গিয়েছিল বিল্ডিংয়ের বেসমেন্টে। দুর্ঘটনার সময় রাউ'স স্টাডি সার্কেলে যখন এই দুর্ঘটনা ঘটে, তখন বেসমেন্টে মোট ৩০ জন ছিলেন। তাঁদের মধ্যে থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছিল। আগেই ১৪ জন নিজেরা সেখান থেকে নিরাপদ জায়গায় যেতে সমর্থ হয়েছিলেন। আর তিন পড়ুয়ার মৃতদেহ পরে উদ্ধার করা হয়।