এমনিতে সাধারণ জলাশয় বলে মনে হতেই পারে। কিন্তু নির্দিষ্ট একটি দিক থেকে দেখলেই তার আকারটা যেন একটু চেনা চেনা লাগবে। আরে তাই তো! ভারতের ম্যাপ মনে হচ্ছে? এমনই এক ব্যাতিক্রমী আকারের জলাশয় ধরা পড়ল জনৈক ব্যক্তির ক্যামেরায়। আর সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই হোয়াটসঅ্যাপে, ফেসবুক নিউজ ফিড, টুইটার, ইনস্টাগ্রামে এই জলাশয়ের ছবিটি দেখেছেন।
আরও পড়ুন : Lata Mangeshkar: আইসিইউ-তে ভর্তি লতা মঙ্গেশকর, করোনা আক্রান্ত বর্ষীয়ান গায়িকা
ছবিটি শেয়ার করেছেন ফ্রিস্টাইল কুস্তিগীর বজরঙ পুর্ণিয়াও। তিনি তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই ছবিটি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'জয় হিন্দ।' সঙ্গে ভারতীয় পতাকার ইমোজি দেন। দেখুন সেই টুইট।
এরপরে আরও ভাইরাল হয়ে যায় ছবিটি। এখনও পর্যন্ত প্রায় ৬২ হাজার লাইক পড়েছে ছবিটিতে।
জলাশয়টি কোথাকার, তা জানা যায়নি। এদিকে অনেকের দাবি, এটি ফটোশপ করাও হতে পারে। কিন্তু ছবিটির সত্যতা যাচাই করা হয়নি।
আপনার কী মনে হয়? ছবিটি আসল নাকি এডিটেড? কমেন্টে জানান আপনার মতামত।