বাংলা নিউজ > ঘরে বাইরে > WB Govt FIR Against Gujarat Police in Delhi: বঙ্গভবন কাণ্ডে গুজরাট পুলিশের বিরুদ্ধে দিল্লির থানায় FIR পশ্চিমবঙ্গ সরকারের

WB Govt FIR Against Gujarat Police in Delhi: বঙ্গভবন কাণ্ডে গুজরাট পুলিশের বিরুদ্ধে দিল্লির থানায় FIR পশ্চিমবঙ্গ সরকারের

বঙ্গভবন। নয়া দিল্লি। ফাইল ছবি

বিনা অনুমতিতে দিল্লির বঙ্গভবনে ঢোকায় গুজরাট পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল রাজ্য। দিল্লির চাণক্যপুরী থানায় রাজ্যের তরফে অভিযোগ জানানো হয়েছে।

বিনা অনুমতিতে দিল্লির বঙ্গভবনে ঢোকায় গুজরাট পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল রাজ্য। দিল্লির চাণক্যপুরী থানায় রাজ্যের তরফে অভিযোগ জানানো হয়েছে। গুজরাট পুলিশের পাশাপাশি দিল্লি পুলিশের আধিকারিকদেরও মামলায় যোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বঙ্গভবনের সিসিটিভি ফুটেজ নষ্ট করার অভিযোগ উঠেছে। এই আবহে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এ বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (আরও পড়ুন: টাকার বিনিময়ে PIL মামলায় কলকাতা পুলিশ, ব্যবসায়ীর বিরুদ্ধে FIR করল সিবিআই)

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর রাতে এই দিল্লির বঙ্গভবন থেকেই তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। অভিযোগ, স্থানীয় পুলিশের সহযোগিতায় বলপ্রয়োগ করে গুজরাট পুলিশ এই গ্রেফতারি করেছিল। তবে বলপ্রয়োগের কোনও চিহ্ন রাখতে চায়নি বলেই সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছিলেন পুলিশ আধিরারিকরা। পরে সেই ফুটেজ নষ্ট করা হয়। ঘটনায় উষ্মা প্রকাশ করে কেন্দ্রকে চিঠি লেখা হয়েছিল নবান্নের তরফে। আর এবার সরাসরি এফআইআর করার পথেই হাঁটল রাজ্য সরকার। এদিকে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরই অধীনে। এদিকে অমিত শাহের মন্ত্রককে এই ঘটনা নিয়ে আলাদা চিঠি পাঠানো হয়েছে রাজ্যের তরফে।

আরও পড়ুন: ‘বারবার সুপারিশ ফেরানো যায় না’, কলকাতার ২ আইনজীবীকে নিয়ে SC-কেন্দ্র 'দ্বন্দ্ব'

কয়েকদিন আগেই মুর্শিদাবাদের এক সভা থেকে তৃণমূল মুখপাত্র সাকেত গোখেলের গ্রেফতার নিয়ে সুর চড়িয়েছিলেন মমতা। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, ‘‌বঙ্গভবন থেকে গ্রেফতার করেছে এক সমাজকর্মীকে। রাজস্থান থেকে গ্রেফতার করেছে। কয়েকদিন আগে শুনলাম আবার বঙ্গভবন থেকে গ্রেফতার করেছে। বঙ্গভবন রাজ্যের সম্পত্তি। বিনা অনুমতিতে গেলে আইনত ব্যবস্থা নিতে হবে। আইন আইনের পথে চলবে। অনুমতি না দেওয়ার পর বেআইনিভাবে গুজরাট পুলিশ বঙ্গভবনে ঢুকেছে। সব সিসিটিভি ফুটেজ নিয়ে গিয়েছে। গণতন্ত্রে যারা বুলডোজার চালায় তাদের বলি বুলডোজারের পরিবর্তে ক্লোজার হবে। এই অধিকার কে দিল? এত ঔদ্ধত্য কোথা থেকে এল?’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন