আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির কর্তব্যপথের প্যারেডে দেখা গেল বাংলার ট্যাবলো। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হল তাতে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে ছৌ নাচ, টেরাকোটা মন্দির স্থান পেয়েছিল বাংলার ট্যাবলোয়। উল্লেখ্য, এর আগে একাধিকবার প্রস্তাব পাঠিয়েও বাংলার ট্যাবলো স্থান পায়নি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। এই নিয়ে রাজনৈতিক তরজা হয়েছে। তবে এবার ‘স্বর্ণিম ভারত- ঐতিহ্য এবং বিকাশ’ থিমে বাংলার ট্যাবলোর চাকা গড়াল দিল্লির রাজপথে। (আরও পড়ুন: আরজি করে নির্যাতিতার দেহে আঘাতের চিহ্ন নিয়ে ধোঁয়াশা, প্রশ্ন জিন্সে রক্ত নিয়ে)
আরও পড়ুন: গত একমাসে গ্রেফতার ৪০ 'শরিফুল', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রমরমা মহারাষ্ট্রে
আরও পড়ুন: আরজি করের নির্যাতিতার ম-বাবাকে 'ষড়যন্ত্রকারীদের মুখপাত্র' আখ্যা কুণাল ঘোষের
বাংলার ট্যাবলোয় সামনে ছিল ছৌ মুকুটের আদলে তৈরি দুর্গা প্রতিমা। এর মাধ্যমে 'নারী শক্তির জাগরণ' প্রদর্শন করা হয়। এদিকে ট্যাবলোর সামনের সারিতেই ছিল 'রাজীতির ছোঁয়া' - লক্ষ্মীর ভাণ্ডারের কলস। রাজ্যে মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে যে এই প্রকল্প বড় ভূমিকা পালন করেছে, তা বোঝাতে ট্যাবলোর সামনের দিকে ছিল গৃহবধূ। (আরও পড়ুন: বাজেটের আগে বড় ঘোষণা সরকারের, ২০% ভাতা দেওয়ার নির্দেশিকা জারি)
এরপর ট্যাবলোর পিছনের দিকে ছিল বাঁকুড়ার পোড়ামাটির তৈরি মন্দিরের একটি মডেল। ট্যাবলোটি যখন এগোচ্ছিল, তখন ছৌ নাচের বাজনায় মুখরিত ছিল রাজপথ। এই সঙ্গে বেজে উঠেছিল বাউলের সুর। এদিকে আজ দিল্লির রাজপথে কেন্দ্রের বিভিন্ন দফতরের ট্যাবলো চলে। বাংলা ছাড়াও একাধিক রাজ্যের ট্যাবলোও সেখানে ছিল। সব মিলিয়ে ৩১টি ট্যাবলো ছিল এবারের প্যারেডে। (আরও পড়ুন: এই তো ইউনুসের সরকার চালানোর নমুনা, প্রতি মাসে গড়ে ৩১৩ জন খুন বাংলাদেশে)
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু ছাত্র খুন: পরীক্ষা দিতে না গিয়ে দাদার মুখাগ্নি ছোট ভাই অনীকের
আরও পড়ুন: পদ্মবিভূষণ পাচ্ছেন 'তিন তালাক' বাতিল করা প্রাক্তন CJI জাস্টিস জগদীশ সিং কেহার
এদিকে আজ দিল্লির রাজপথের কুচকাওয়াজে পিনাকা রকেট সিস্টেম থেকে শুরু করে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম প্রদর্শিত হয়। এছাড়া কুচকাওয়াজে প্রদর্শিত হয় ব্রহ্মস মিসাইল। নাগ মিসাইল সিস্টেমও দিল্লি রাজপথ ধরে এগিয়ে যায় কুচকাওয়াজে। ডিআরডিও-র নজরদারি সিস্টেম ‘রক্ষাকবচ’ প্রদর্শিত হয়। এরই সঙ্গে প্রদর্শিত হয় 'প্রলয়'। আত্মনির্ভর ভারতের বার্তা দিয়ে রাজপথে ভারতীয় নৌবাহিনীর ট্যাবলোও ছিল। ফ্লাইপাস্ট করে বায়ুসেনার মিগ ২৯। সেনার তিন বাহিনীর যৌথ ট্যাবলোও প্রদর্শিত হয় দিল্লির কর্তব্যপথে। এদিকে এবারের কুচকাওয়াজে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ট্যাবলোও স্থান পায়। কর্তব্যপথে শক্তি প্রদর্শন করে সেনার টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক রেজিমেন্টও। ভারতীয় সেনার বিভিন্ন রেজিমেন্টও কুচকাওয়াজে অংশ নেয় আজ।