ভারত – পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ফের হামলা হয়েছে সীমান্তের ওপার থেকে। পাকিস্তানের হামলা সফলভাবে মোকাবিলা করেছে ভারতীয় সেনা। আর তার কয়েক ঘণ্টার মধ্যে দীর্ঘ প্রেস বিবৃতি জারি করে ভারতসহ গোটা বিশ্বকে পাকিস্তান সম্পর্কে সতর্ক করল বালোচ লিবারেশন আর্মি। এক প্রেস বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তানের তরফ থেকে শান্তির বার্তা আসলে তাদের রণকৌশল।
বালোচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালোচ সোশ্যাল মিডিয়ায় এক লিখিত বিবৃতি পোস্ট করেছেন। তাতে লেখা হয়েছে, ‘এই পরিস্থিততে পাকিস্তান যখন ব্যর্থ সৈন্য নীতিতে হতাশাগ্রস্ত, কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে, তখন তারা শান্তি মিথ্যা স্লোগান দিচ্ছে। আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিতে চাই যে, শান্তিবার্তা, যুদ্ধবিরতি, ভ্রাতৃত্ববোধের ভান করছে পাকিস্তান। যুদ্ধের কৌশল হিসাবে সাময়িকভাবে একে ব্যবহার করতে চায় তারা। এই রাষ্ট্রটির ইতিহাসে শুধু বিশ্বাসঘাতকতা ও সন্ত্রাসবাদকে ব্যবহার করে পিছন থেকে ছুরি মারার কথা লেখা রয়েছে। এই রাষ্ট্রটির হাতে রক্তের দাগ রয়েছে।’
পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমরা ভারত ও এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রদের বলছি, পাকিস্তানের প্রতিশ্রুতি বিশ্বাস করার দিন কেটে গিয়েছে। এবার উপমহাদেশের এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটির বিরুদ্ধে নির্ণায়ক পদক্ষেপ করা উচিত। পাকিস্তান শুধু আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সূতিকাগৃহ নয়, এখানে লস্কর, জৈশ, ISISএর মতো জঙ্গি সংগঠন ঘরোয়া ভাবে তাদের মদত করছে। পাকিস্তান একটি হিংস্র মতাদর্শবাদী পরমাণু শক্তিধর দেশ। যা ভবিষ্যতে নিজেদের নাগরিকদের জন্য ও গোটা বিশ্বের মানুষের কাছে আগ্নেয়গিরি হয়ে উঠতে পারে।’
বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, বালোচ লিবারেশন আর্মিকে যেন ভারত বা অন্য কোনও আঞ্চলিক রাষ্ট্রশক্তির মদতপুষ্ট বাহিনী মনে না করা হয়। তবে বালোচ লিবারেশন আর্মি পশ্চিম দিক থেকে পাকিস্তানকে ঘিরে ফেলতে প্রস্তুত। এবার ভারতকে ঠিক করতে হবে তারা পূর্ব দিক থেকে এই সন্ত্রাসবাদী রাষ্ট্রের খেল খতম করতে চায় কি না।