বাংলা নিউজ > ঘরে বাইরে > ক্ষমতা দখল করতে ‘আমরা খুন ও ধর্ষণ করি না’, লোকসভায় তৃণমূলকে তোপ শাহের

ক্ষমতা দখল করতে ‘আমরা খুন ও ধর্ষণ করি না’, লোকসভায় তৃণমূলকে তোপ শাহের

লোকসভায় অমিত শাহ। (ছবি সৌজন্যে পিটিআই)

শাহ জানান, ভারতের সব রাজ্যেই যে বিজেপি সরকার গঠন করতে চায়, তা স্বীকার করে নিতে তাঁর কোনও আপত্তি নেই।

বিরোধী নেতাদের হত্যা করে কোনও রাজ্যে ক্ষমতা দখল করতে চায় না বিজেপি। অথবা রাজনৈতিক নেতাদের মেয়ে, বোনেদের ধর্ষণ করে কুর্সিতে বসার সংস্কৃতিতে বিশ্বাস করে না গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গে ‘রাজনৈতিক হিংসা’ নিয়ে লোকসভায় দাঁড়িয়ে ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বুধবার দিল্লি পুরনিগম (সংশোধনী) বিল নিয়ে ভাষণের সময় শাহ ঘুরিয়ে তৃণমূলকে আক্রমণ শানান। তিনি জানান, ভারতের সব রাজ্যেই যে বিজেপি সরকার গঠন করতে চায়, তা স্বীকার করে নিতে তাঁর কোনও আপত্তি নেই। গণতন্ত্রে সব রাজনৈতিক দলেরই সেটা লক্ষ্য থাকে। শাহ বলেন, ‘(তৃণমূলের সাংসদ সৌগত রায়কে উদ্দেশ করে) আপনারা কেন গোয়ায় গিয়েছেন? কেন আপনারা ত্রিপুরায় যাচ্ছেন? আপনাদের যাবতীয় অধিকার আছে। আমি তো বলিনি যে যাবেন না। প্রত্যেক দলেরই নিজেদের মতাদর্শ, কর্মসূচি, নিজের সরকার কাজ নিয়ে (বিভিন্ন জায়গায়) যাওয়া উচিত। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

শাহ দাবি করেন, যাদের ক্ষমতা হারানোর ভয় আছে, তারাই রাজনৈতিক দলগুলিকে বাধা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলতে চাই যে আমাদের কর্মসূচি, মতবাদ, নেতৃত্বের জনপ্রিয়তা এবং আমাদের সরকারের কাজের ভিত্তিতে আমরা ভোটে লড়াই করতে চাই। সব জায়গায় জিততে চাই। কিন্তু বিরোধী নেতাদের হত্যা করে আমরা ক্ষমতা দখল করতে চাই না। রাজনৈতিক নেতাদের মেয়ে, বোনেদের ধর্ষণ করে আমরা সরকার গঠন করতে চাই না। এটা আমাদের সংস্কৃতি নয়, দাদা। এটা আমাদের সংস্কৃতি নয়।’

বন্ধ করুন