বাংলা নিউজ > ঘরে বাইরে > আলোচনা করতে না চেয়ে পালিয়ে যাচ্ছে BJP, বাদল অধিবেশন নিয়ে মুখ খুলেছে কংগ্রেস

আলোচনা করতে না চেয়ে পালিয়ে যাচ্ছে BJP, বাদল অধিবেশন নিয়ে মুখ খুলেছে কংগ্রেস

লোকসভার বাদল অধিবেশন নিয়ে মুখ খুলেছে কংগ্রেস।(ANI Photo/ SansadTV) (ANI)

কংগ্রেসের রাজ্যসভার এমপি জয়রাম রমেশ বলেন, কেন্দ্রের তরফে উল্লেখ করা হয়েছিল বাদল অধিবেশনে অন্তত ৩২টি বিল আনা হবে অথবা পাশ করা হবে।কিন্তু সাতটি বিল লোকসভায় ও ৫টি রাজ্যসভায় পাশ করা হয়েছে।

বাদল অধিবেশনে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের কোনও অ্যাজেন্ডা নেই। তীব্র সমালোচনায় এভাবেই বিজেপিকে বিঁধছে কংগ্রেস। কোনও গুরুত্বপূর্ণ ইস্যু সংসদে তোলা হচ্ছে না বলেও কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, নির্ধারিত দিনের চারদিন আগেই সংসদ মুলতুবি করে বিজেপি কার্যত পালিয়ে গিয়েছে। 

কংগ্রেসের এমপি গৌরব গগৈ জানিয়েছেন, অগ্নিপথ স্কিমের পাশাপাশি দেশে যেভাবে বেকারত্ব মাথাচাড়া দিচ্ছে তা নিয়ে আলোচনার কথা বলেছিল কংগ্রেস। ভারত- চিন সীমান্ত সমস্যা নিয়ে অন্তত ১৬ বার আলোচনা হয়েছে। তারপরেও ভারতীয় বাহিনী সীমান্তে টহল দিতে পারছে না। আর বিজেপি আলোচনার বিষয়বস্তুগুলি থেকে পালিয়ে যেতে চাইছে।

কংগ্রেস নেতৃত্বের দাবি, ওই দলের যখন উত্তর দেওয়ার কিছু নেই তখন তাদের মুখোস খুলে দেওয়া দরকার। কংগ্রেসের সাংসদ জানিয়েছেন, আপনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথা দেখুন। তিনি ইউক্রেন ইস্যু, বাংলাদেশ, শ্রীলঙ্কার সংকট নিয়ে কথা বলছেন। তিনি ইতিহাস নিয়েও আলোচনা করছেন। কিন্তু সরকার কী পদক্ষেপ নিয়েছে তা নিয়ে তাঁর কোনও উচ্চবাচ্য নেই।

তাঁর দাবি, কোনও উত্তর দেওয়া তো দূরের কথা, কেন্দ্রীয় মন্ত্রীরা বিরোধীদের নানাভাবে হুমকি দিচ্ছেন। কংগ্রেসের রাজ্যসভার এমপি জয়রাম রমেশ বলেন, কেন্দ্রের তরফে উল্লেখ করা হয়েছিল বাদল অধিবেশনে অন্তত ৩২টি বিল আনা হবে অথবা পাশ করা হবে।কিন্তু সাতটি বিল লোকসভায় ও ৫টি রাজ্যসভায় পাশ করা হয়েছে।

জয়রাম রমেশ বলেন, আমরা ১৩টি বিষয় নিয়ে আলোচনার দাবি করেছিলাম। কিন্তু মাত্র ১টি ব্যাপারে আলোচনা করা হয়েছে। সেটাও আবার দু সপ্তাহ দেরি করে করা হয়েছে।

বন্ধ করুন