বাংলা নিউজ > ঘরে বাইরে > Karnataka Vote: ‘মুসলিম মহিলারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন, সন্তান প্রসবের যন্ত্র নন', অভিন্ন দেওয়ার বিধি নিয়ে সরব হিমন্ত

Karnataka Vote: ‘মুসলিম মহিলারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন, সন্তান প্রসবের যন্ত্র নন', অভিন্ন দেওয়ার বিধি নিয়ে সরব হিমন্ত

হিমন্ত বিশ্বশর্মা।  (PTI Photo/Shailendra Bhojak)(PTI05_01_2023_000221A) (PTI)

সদ্য কর্ণাটকে প্রচারে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমাদের অভিন্ন দেওয়ান বিধি করতে হবে। মুসলিম মহিলা ও মেয়েদের বাধ্য করা হচ্ছে ৪ বার বিয়ে করতে। আমাদের অভিন্ন দেওয়ান বিধি আনতে হবে। মুসলিম মহিলাদের চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, সন্তান উৎপাদনকারী যন্ত্র নয়।’

শিয়রে কর্ণাটক বিধানসভা ভোট। এই নির্বাচন কার্যত বিজেপির কাছে লিটমাস টেস্ট। এরপর দেশে আরও বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা ভোট, আর বছর ঘুরলেই মেগা নির্বাচন হিসাবে আসতে চলেছে লোকসভা ভোট ২০২৪। তার আগে, কর্ণাটকে বিজেপি একের পর এক হেভিওয়েটকে নামাচ্ছে প্রচার অভিযানে। সেই প্রচার অভিযানে, সদ্য যোগ দিয়ে অভিন্ন দেওয়ান বিধি নিয়ে মুখ খুলেছেন বিজেপির হিমন্ত বিশ্বশর্মা।

সদ্য কর্ণাটকে প্রচারে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমাদের অভিন্ন দেওয়ান বিধি করতে হবে। মুসলিম মহিলা ও মেয়েদের বাধ্য করা হচ্ছে ৪ বার বিয়ে করতে। আমাদের অভিন্ন দেওয়ান বিধি আনতে হবে। মুসলিম মহিলাদের চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, সন্তান উৎপাদনকারী যন্ত্র নয়।’ কর্ণাটকের কোড়াগু জেলায় শনিবারাসন্তে মেদিকেরি এলাকায় বিজেপির প্রচারে এক রোড শো করছিলেন হিমন্ত। তখনই তিনি একথা বলেন। হিমন্ত বলেন, ‘বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে, যদি ক্ষমতায় আসে, তাহলে অভিন্ন দেওয়ান বিধি নিয়ে কাজ করবে। আমি এই কারণের জন্য বিজেপিকে ধন্যবাদ জানাতে চাই।’ উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই নিজের ইস্তেহারে কর্ণাটকে জানিয়ে দিয়েছে, যে যদি তারা ক্ষমতায় আসে, তাহলে তারা অভিন্ন দেওয়ান বিধি লাগু করবে। আর সেই সুরকে আরও বেশি জোরালো করে বার্তা দেন হিমন্ত।

( 'প্রিয় নরেন্দ্র', মোদীর উদ্দেশে হিন্দিতে টুইট ম্যাক্রোঁর, আমন্ত্রণ ফ্রান্স থেকে)

( ‘সন্ত্রাস ইন্ডাস্ট্রির প্রোমোটার…’, পাক মন্ত্রী বিলাওয়ালকে নিয়ে জয়শঙ্কর যা বললেন)

উল্লেখ্য, কর্ণাটকে ১০ মে রয়েছে ভোট গ্রহণ। তারপর রয়েছে ফলাফল ঘোষণা। এই রাজ্যে ভোটের আগে প্রচার অভিযান কার্যত লাইমলাইট কাড়ছে। উল্লেখ্য, হিমন্ত ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শনিবার হাভেরি ও বাদামিতে স্থানীয় রোড শো ও প্রচারে অংশ নেন। বেলাগাভিতে প্রচার অভিযানে যান অমিত শাহ। এছাড়াও উড়ুপিতে বিজেপির যোগী আদিত্যনাথ প্রচার অভিযানে অংশ নেন। সব মিলিয়ে সর্বশক্তি দিয়ে বিজেপি এবার কর্ণাটককে পাখির চোখ করে রেখেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন