বাংলা নিউজ > ঘরে বাইরে > 'আমরাও আক্রান্ত, আমাদের কথা কেউ বলছে না', আর্তি লখিমপুরে মৃত BJP কর্মীর পরিবারের

'আমরাও আক্রান্ত, আমাদের কথা কেউ বলছে না', আর্তি লখিমপুরে মৃত BJP কর্মীর পরিবারের

লখিমপুর হিংসার ঘটনায় মৃত্যু হয় একাধিক বিজেপি কর্মীরও (ফাইল ছবি এএনআই) (HT_PRINT)

লখিমপুর হিংসার ঘটনায় মৃত্যু হয় একাধিক বিজেপি কর্মীরও। তবে সেই মৃত কর্মীদের পরিবারের অভিযোগ, তাঁদের কথা কেউই বলছে না।

লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় কৃষকের পাশাপাশি মৃত্যু হয়েছিল কয়েকজন বিজেপি কর্মীদেরও। মৃত বিজেপি কর্মীদের অন্যতম হলেন ২৬ বছর বয়সী শুভম মিশ্র। সেই শুভমের মা সুশমা মিশ্র অভিযোগ করেন, 'কারোর গাড়িতে বসে থাকা কি অপরাধ? আমার ছেলে তো শুধু একটি গাড়িতে বসেছিল। সে তো কারোর কোনও ক্ষতি করেনি। তাও তাকে খুন করা হল।'

শুভমের মায়ের আরও অভিযোগ, 'বেশ কয়েকজন রাজনীতিবিদ হিংসায় নিহত অন্যদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, কিন্তু কেউ আমাদের বাড়িতে আসেনি। এখন, পুলিশও শুভমকে ঘটনার জন্য অভিযুক্ত করছে। এটা কোন ধরনের ন্যায়বিচার?' উল্লেখ্য, শুভম লখিমপুরের বুথ সভাপতি ছিল। গত প্রায় পাঁচ বছর ধরে অজয় মিশ্র টেনির ছেলে আশিসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক বলে জানা গিয়েছে।

এদিকে শুভমের বোন মহেশ্বরী মিশ্রের দাবি করেন, 'আমার ভাই একজন সরল ব্যক্তি ছিলেন। তিনি আমাদের সকলের যত্ন নিতেন। আমি জানি যে এরকম ব্যক্তি কখনই কারও জীবন নিতে পারে না। আমরাও হিংসার শিকার, কিন্তু কেউ আমাদের জন্য ন্যায়বিচারের কথা বলছে না।'

এদিকে লখিমপুরে মৃত অপর এক বিজেপি কর্মী শ্যাম সুন্দর নিশাদের মা ফুলমতিদেবীর দাবি, 'আমাদের কাছের মানুষদের মৃত্যু অন্য পক্ষের (কৃষক) মৃত্যুর চেয়ে কম গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। আমরা তখনই ন্যায়বিচার পাব যখন আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি হবে।'

বন্ধ করুন