বাংলা নিউজ > ঘরে বাইরে > Durga Pujo in Bangladesh: ‘পুজোয় বাধা দিলে ছাড়ব না,’ দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার

Durga Pujo in Bangladesh: ‘পুজোয় বাধা দিলে ছাড়ব না,’ দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার

সামনেই দুর্গপুজো। (ছবি সৌজন্যে এএফপি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ছাত্র নেতৃত্বাধীন হিংসায় সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী হামলার শিকার হয়।

সামনেই দুর্গাপুজো।   সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ৯ থেকে ১৩ অক্টোবর দুর্গাপূজা উদযাপিত হবে, এই সময়ে কর্তৃপক্ষ সম্ভাব্য অশান্তির জন্য প্রস্তুত রয়েছে। সেকারণে আগাম তাদের সতর্ক করা হল। 

'উপাসনালয়ে কেউ যদি মানুষকে বাধা দেয় বা হয়রানি করে, আমরা তাদের ছাড়ব না। তাদের আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করব,' ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন রাজশাহী জেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ি কালীমন্দির পরিদর্শনকালে  এসব কথা বলেন।

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সাম্প্রদায়িক হিংসার উদ্বেগের মধ্যে তিনি এই মন্তব্য করলেন বলে ঢাকা ট্রিবিউনের খবরে বলা হয়েছে।

উপদেষ্টা হিন্দুদের আশ্বস্ত করে বলেন, সরকার তাদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

যদি আপনারা মন্দিরে হামলার আশঙ্কা করেন, তবে নিশ্চিত থাকুন যে কোনও অপরাধীই সফল হবে না। আমরা মন্দিরগুলো পাহারায় মাদ্রাসার ছাত্রসহ স্থানীয় লোকজনকে নিয়োজিত করেছি। আমাদের ধর্মীয় উৎসব পালনে কেউ বাধা দেবে না। আশ্বাস দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। 

এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর তিনি দেশ ছেড়ে চলে যান। এরপর হিন্দুদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে। হিন্দুরা বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৮ শতাংশ। সরকারবিরোধী বিক্ষোভের পর হিন্দুদের ব্যবসা, সম্পত্তি ও মন্দির ধ্বংসের পর হিংসা চরমে ওঠে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে রাজনৈতিক শূন্যতা ও চরম অস্থিরতা তৈরি হয়েছে।

রাজশাহীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে দুর্গাপূজার অনুষ্ঠানে দুর্বৃত্তরা বিঘ্নিত করার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেন হোসেন।

তিনি বলেন, আমাদের সম্মিলিতভাবে এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করতে হবে।

গত মাসে হাজার হাজার হিন্দু ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করে ক্রমবর্ধমান হামলা থেকে শক্তিশালী সুরক্ষার দাবিতে। বাংলাদেশ ন্যাশনাল হিন্দু গ্র্যান্ড অ্যালায়েন্স জানিয়েছে যে হাসিনা সরকারের পতনের পর থেকে ৪৮ টি জেলার ২৭৮ টি স্থানে এই সম্প্রদায় সহিংসতার মুখোমুখি হয়েছে এবং এটিকে ‘হিন্দু ধর্মের উপর আক্রমণ’ বলে অভিহিত করেছে।

তবে এর আগে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নানা ধরনের আশ্বাস দিয়েছিলেন। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছিলেন। এবার এনিয়ে মিলেছে জোরালো আশ্বাস। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম পদক নিশ্চিত করল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.