একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন শেখ হাসিনার পুত্র। এতদিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র বলছিলেন তাঁর পরিবারের কেউ আর রাজনীতিতে ফিরবেন না। তবে এবার তিনিই পুরো ইউটার্ন নিলেন।
বাংলাদেশে একের পর এক হিংসার ঘটনা দেখে সেই তিনিই বললেন, আওয়ামি লীগের কর্মী, সাধারণ মানুষের উপর যে অত্যাচার করা হচ্ছে সেটা দেখে আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমরা ফিরব। সেই সঙ্গেই তিনি জানিয়েছে, আওয়ামি লীগ বর্তমান প্রশাসনের সঙ্গে কাজ করতে চায়। যে কোনও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চায়। যদি তারা জঙ্গি কার্যকলাপ ও হিংসার পথ ত্যাগ করে।
তিনি একটা ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, আমি জয় বলছি। বাংলাদেশে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর চলছে, লুঠপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামি লীগের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। অনেককে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামি লীগ হল বাংলাদেশে সবথেকে পুরাতন ও বড় দল। আওয়ামি লীগ কিন্তু মরে যায়নি। এই দেশকে তারা শাসন করেছে। এই দলকে শেষ করা সম্ভব নয়। আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতা কর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে সেই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় তবে আওয়ামি লীগ ছাড়া সম্ভব নয়। আওয়ামি লীগ কোথাও যাবে না। আওয়ামি লীগ শেষ হবে না। শেষ করা সম্ভব নয়। আওয়ামি লীগের নেতাকর্মীদের বলব আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আমরা আছি। আমরা কোথাও যাইনি। দেশকে, আওয়ামি লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত। বর্তমানে যারা ক্ষমতায় আছে, আমরা নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সেকারণে আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। যদি তারা জঙ্গিবাদ ও হিংসা বাদ দেন। শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যাইনি। বাংলাদেশে আওয়ামি লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব নয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা।
এদিকে অনেকেরই প্রশ্ন, তপ্ত বাংলাদেশে বসে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন আওয়ামি লীগের কর্মীরা। আর নিরাপদ জায়গায় বসে ভিডিয়ো বার্তা দিচ্ছেন শেখ হাসিনার পুত্র। এতে কতটা আস্থা ফিরবে সাধারণ নেতা কর্মীদের মধ্যে?