মঙ্গলবার নতুন ওয়েব পোর্টাল চালু করল কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে সার্ভে অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশনের সংগৃহীত ভূ-স্থানিক (geospatial) তথ্যাদি মিলবে বিনামূল্যে বা নামমাত্র খরচে।
চলতি বছর ফেব্রুয়ারিতে সরকার এ বিষয়ে ঘোষণা করেছিল। তাতে ভূ-স্থানিক তথ্যের উদারীকরণের কথা জানায় কেন্দ্র। এবার থেকে বেসরকারি সংস্থাগুলি সরকারি অনুমোদন ছাড়াই জরিপ এবং ম্যাপিং সংক্রান্ত কাজ করতে পারবে। পাবে বিনামূল্য বা সস্তায় তথ্যাদিও।
এর ফলে পরিবহন থেকে সড়ক নিরাপত্তা এমনকী ই-কমার্স সংস্থাগুলি উপকৃত হবে। বিভিন্ন অ্যাপ্লিকেশন নির্মাণের ক্ষেত্রেও এই ডেটা কাজে লাগবে। সরকারি সংস্থা যেমন সার্ভে অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) ভূ-স্থানিক ডেটা এবার থেকে জনসাধারণের নাগালেই থাকবে। বাড়বে ব্যক্তিগত গবেষণার সুবিধাও।
সার্ভে অফ ইন্ডিয়ার অনলাইন ম্যাপ পোর্টালে দেশ, রাজ্য, জেলা এবং গ্রাম স্তরের ৪,০০০-এরও বেশি মানচিত্র রয়েছে। পোর্টালটি থেকে বিভিন্ন বিষয়ে তথ্যাদিও ডাউনলোড করা যাবে। এছাড়া ফ্রি নয়, এমন ছবি বা ডেটার ক্ষেত্রে সহজে অনলাইন পেমেন্ট করা যাবে। পোর্টালে মানচিত্রের সর্বোচ্চ দাম ৬৮,৭৫০ টাকা পর্যন্ত।
এর সঙ্গে থাকছে সারথী নামের একটি পোর্টাল। এটি একটি ওয়েব ভিত্তিক জিওগ্যাফিক ইনফরমেশন সিস্টেম। তৃতীয় পোর্টালটির নাম মানচিত্রন। এতে থাকছে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশনের বিভিন্ন ডেটা।
কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগ এদিন জানায়, আগামী ২০২২ সালের অক্টোবরে হায়দরাবাদে জাতিসংঘের দ্বিতীয় বিশ্ব ভূ-স্থানিক তথ্য কংগ্রেসের (UNWGIC) আয়োজন করবে ভারত।