নারী সুরক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার ঠিক কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা নিয়ে নানা সময়ে ফলাও করে বলেন রাজ্যের মন্ত্রীরা। এদিকে এবার কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী অভিযোগ তুলেছেন মহিলাদের নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণ করছে না। কার্যত বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে ৪৯ হাজার ৫৮০টি ধর্ষণ ও পকসো মামলা বকেয়া রয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার ধর্ষণ ও পকসো মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ১১টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার বিষয়ে পদক্ষেপ করেনি। ২০২২ সালের ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুসারে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় পশ্চিমবঙ্গে দোষী সাব্যস্ত হওয়ার হার ৮.৯ শতাংশ। উদ্বেগজনকভাবে বিষয়টি যথেষ্ট কম। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপরাধের ৩ লক্ষ ৫৬ হাজার ৩৩০টি মামলা কার্যত ঝুলে রয়েছে। দেশের মধ্য়ে এই সংখ্য়া যথেষ্ট বেশি। মোট মামলার মধ্য়ে ২.৫ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। ৯৭.৫ শতাংশ মামলা ঝুলে রয়েছে। এই হারও দেশের মধ্যে সবথেকে বেশি। খবর আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ধর্ষণ ও শিশুদের উপর যৌন নির্যাতন বন্ধের জন্য ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্প রয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকার ৬০ শতাংশ খরচ দেয়। পশ্চিমবঙ্গের জন্য সব মিলিয়ে ১২৩টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে। এর মধ্যে ২০টি বিশেষ বিশেষ পকসো কোর্ট। বাকি ১০৩টি ধর্ষণ ও পকসো মামলার কোর্ট। তবে রাজ্য সরকার ২০২৩ সালের জুন মাস পর্যন্ত কোনও কোর্ট চালু করেনি। তবে সরকারের দাবি এই রাজ্যে অনেকগুলি ফাস্ট ট্র্য়াক কোর্ট ও পকসো আদালত তৈরি করা হয়েছে। রাজ্য়ের নিজের তহবিল থেকেই