পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (ডাব্লুবিএমসিসি)-এর পক্ষ থেকে এবছরের স্নাতকোত্তর বিভাগে জাতীয়স্তরের যোগ্যতা অর্জন বা প্রবেশিকা (এনইইটি পিজি) পরীক্ষার প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের আসন বণ্টন সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হল।
যে প্রার্থীরা প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটটিতেই এই সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। এটি হল - wbmcc.nic.in । এই ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট ফলাফল সম্পর্কে জানতে হলে আবেদনকারীদের তাঁদের নিট পিজি রোল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
কর্তৃপক্ষের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই অনুসারে - যে আবেদনকারীরা আসন পেয়েছেন, তাঁদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২৮ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৩ ডিসেম্বর উপস্থিত থাকতে হবে।
ওই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার সময় তাঁদের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথির আসল কপি এবং সেইসঙ্গে সেল্ফ-অ্যাটেস্টেড করা এক সেট ফোটোকপিও রাখতে হবে।
তবে, প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে আবেদনকারীরা যদি খুশি না হন, অর্থাৎ - যে প্রতিষ্ঠানে তাঁরা পড়ার সুযোগ পেয়েছেন, সেখানে যদি তাঁরা না পড়তে চান, তাহলে দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়েও অংশ নিতে পারেন।
আবেদনকারীরা কীভাবে প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের ফলাফল দেখতে পাবেন?
১) প্রথমেই আবেদনকারীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সেলিং কমিটির ওয়েবসাইট wbmcc.nic.in -এ যেতে হবে।
২) সেখানে হোমপেজেই একটি অপশন থাকবে - পিজি মেডিক্যাল কাউন্সেলিং। সেই ট্যাবটি তাঁদের সিলেক্ট করতে হবে।
৩) ওই অপশনে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে। তাতে পিজি কাউন্সেলিং সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে।
৪) এখান থেকে সংশ্লিষ্ট পোর্টালে লগ ইন করতে হবে।
৫) সেখানে ঢুকলেই প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ের ফলাফল দেখতে পাওয়া যাবে।
৬) এই তালিকার একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখতে হবে। যাতে প্রয়োজনে সহজে নিজের আসন সম্পর্কে তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখানো যেতে পারে।
নিজেদের নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় আবেদনকারীদের যে নথিগুলি সঙ্গে রাখতে হবে, সেগুলি হল -
– নিট পিজি ২০২৩ অথবা নিট এমডিএস ২০২৪-এর অ্যাডমিট কার্ড
– নিট পিজি ২০২৩ অথবা নিট এমডিএস ২০২৪-এর ব়্যাঙ্ক কার্ড
– সম্প্রতি তোলা চারটি পাসপোর্ট সাইজের ছবি
– ভেরিফায়েড স্লিপ এবং সিট অ্য়ালটমেন্ট লেটার
– এমবিবিএস ফাইনাল অথবা বিডিএস-এর মার্কশিট
– এমবিবিএস, বিডিএস ডিগ্রি সার্টিফিকেট অথবা প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট
– স্থায়ী ঠিকানার প্রামাণ্য নথি
– ডোমিসাইল সার্টিফিকেট
– পিডাব্লিউডি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
প্রসঙ্গত, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অধীনে রাজ্য মেডিক্যাল এবং ডেন্টাল কলেজগুলিতে এমবিবিএস ও বিডিএস পাঠক্রমে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ নিট পিজি কাউন্সেলিং করা হচ্ছে।