বাংলা নিউজ > ঘরে বাইরে > বাংলার অধিকাংশ ভাবছেন মহামারী শেষ, টিকা বণ্টনে কেন্দ্রকে সাহায্যের আশ্বাস মমতার

বাংলার অধিকাংশ ভাবছেন মহামারী শেষ, টিকা বণ্টনে কেন্দ্রকে সাহায্যের আশ্বাস মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

জিএসটি বাবদ কেন্দ্রের কাছে যে টাকা প্রাপ্য আছে রাজ্যের, তা আবশ্যিকভাবে মিটিয়ে দেওয়ার সওয়াল করেছেন মমতা।

কলকাতায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৪.৬ লাখ ছুঁইছুঁই। তারইমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, পশ্চিমবঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। 

করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য আট মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করছেন মোদী। বৈঠকে উপস্থিত আছেন কেন্দ্রীয় অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) তথা কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পাল-সহ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। মূলত করোনার দ্বিতীয় স্রোত (সেকেন্ড ওয়েভ) রোখা এবং করোনার টিকা বণ্টনের বিষয়ে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড় এবং কেরালার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন মোদী। কেন্দ্রের মতে, এই আট রাজ্যে করোনা পরিস্থিতি খারাপ। 

নবান্নের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘পশ্চিমবঙ্গের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক সীমান্ত, সদ্য উৎসবের মরশুম শেষ হওয়া এবং (লোকাল) ট্রেন পরিষেবা শুরু হওয়া সত্ত্বেও রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’ তবে মমতা জানান, করোনা নিয়ে রাজ্যে এখনও সচেতনতার অভাব আছে। অনেকেই করোনা বিধি শিকেয় তুলে মাস্ক পরছেন না। তিনি বলেন, ‘মানুষ করছেন যে কোভিত-১৯ মহামারী শেষ হয়ে গিয়েছে। শুধু উত্তর ২৪ পরগনার মানুষ মাস্ক পরছেন। বাঁকুড়ায় কেউ সতর্ক হচ্ছেন না। কারণ তাঁরা মনে করছেন যে মহামারী চলে গিয়েছে।’ তার পাশাপাশি জিএসটি বাবদ কেন্দ্রের কাছে যে টাকা প্রাপ্য আছে রাজ্যের, তা আবশ্যিকভাবে মিটিয়ে দেওয়ার সওয়াল করেছেন মমতা। যা করোনা মোকাবিলায় সাহায্য করবে। বাকি সাত রাজ্য অবশ্য সে বিষয়ে কিছু বলেনি। নবান্নের ওই আধিকারিক বলেন, ‘টিকা বণ্টনের সময় যাবতীয় সহাযতা করার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।’

সোমবার সন্ধ্যায় বাংলার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৯,৯১৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩,৫৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সেই সংখ্যাটা ছিল ৩,৫৯১। কিন্তু সেই দু'দিনের মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যায় ২,০০০-রও বেশি ফারাক আছে। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪২,৩৬৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। রবিবার সেই সংখ্যাটা ছিল ৪৪,৬৫৩। স্বভাবতই রবিবারের তুলনায় সোমবার ‘পজিটিভিটি রেট’ বেড়েছে। রবিবার ‘পজিটিভিটি রেট’ যেখানে ৮.০৪ শতাংশ ছিল, সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮.৪ শতাংশ। সার্বিকভাবে অবশ্য রাজ্যে ‘পজিটিভিটি রেট’ ৮.২৬ শতাংশ।

তারইমধ্যে সোমবার কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৪৭ জন নয়া আক্রান্তের হদিশ পাওয়া যাওয়ায় মোট আক্রান্তের দাঁড়িয়েছে ১০০,৭৫৬। খুব একটা পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। সেখানে ৮০৩ জন করোনার কবলে পড়ার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫,০৭৮। এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ২৬০ জন, নদিয়ায় ২২৯ জন, হুগলিতে ১৯৩ জন, হাওড়ায় ১৭২ জন, দার্জিলিঙে ১৬১ জন, জলপাইগুড়িতে ১৩০ জন এবং বাঁকুড়ায় ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি জেলাগুলিতে নয়া আক্রান্তের সংখ্যা ১০০-র নীচে আছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখেও সবথেকে উপরে আছে উত্তর ২৪ পরগনা (১৩) এবং কলকাতা (১০)। ওই সময়ের মধ্যে রাজ্য ৪৭ জনের মৃত্যু হয়েছে। যা রবিবার ছিল ৪৭। সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,০৭২।

সেই পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত হয়েছেন ৩,৬৮৭ জন। রবিবার সেই সংখ্যাটা ছিল ৩,৭২৬। দৈনিক সুস্থতার সংখ্যা কমলেও রবিবারের তুলনায় সার্বিকভাবে সোমবার সুস্থতার হার ০.০৮ শতাংশ বেড়ে হয়েছে ৯২.৮ শতাংশ। তার ফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭৭ কমে হয়েছে ২৫,০৩০। সবমিলিয়ে রাজ্যে ৪২৬,৮১৬ জন করোনা-যুদ্ধ জয়ী হয়েছেন।

ঘরে বাইরে খবর

Latest News

CSK-র দুর্গে ফাটল ধরিয়ে পয়েন্ট তালিকায় লাফ LSG-র, নিঃশ্বাস ফেলছে KKR-এর ঘাড়ে মদের বোতল হাতে প্রতীক! মহারাজ-পূজারিণীর জীবনের ‘উড়ান’ এবার জলসায়,নায়িকাকে চেনেন দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ সত্য়জিৎবাবুর হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি, তবে প্রতি অন্যায় করেছিলাম: মাধবী ‘‌মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’‌, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু আমিই তো ‘নির্ভয়া দিদি’! গোলাপী গাড়ি চেপে প্রচারে, এমন নাম কেন প্রার্থীর? 'ইন্দিরা গান্ধী সোনা দিয়েছিলেন যুদ্ধে , আমার মায়ের মঙ্গলসূত্র…', সরব প্রিয়াঙ্কা 'গোয়ায় সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে'-মন্তব্য কং প্রার্থীর, পাল্টা দিলেন মোদী

Latest IPL News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.