রাশিয়া থেকে উড়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করতে পারে ওয়াশিংটন বা লন্ডন বা বিশ্বের যেকোনও শহর। ‘শয়তানে’রই অপর এক রূপ ভ্লাদিমির পুতিনের এই মিসাইল। নাম সারমাট। ইউক্রেন যুদ্ধের মাঝেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষণ করেছে রাশিয়া। তারপরই পুতিন পশ্চিমা দেশগুলিকে হুঁশিয়ার করে দিয়েছেন। বলা হয় সারমাট হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই মিসাইলটি যেকোনও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম বলে মনে করা হয়। এই কারণেই এই মিসাইলটি শয়তান নামে পরিচিত।
সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয় মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরে আরখানগেলস্ক অঞ্চল থেকে। সেখান থেকে মিসাইলটি ছয় হাজার কিলোমিটার দূরে কামচাটকা উপদ্বীপে লক্ষ্যবস্তুতে সফল ভাবে আঘাত হানে। সর্বোচ্চ ১৮ হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘান হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে রুশ মিডিয়ায়। মিসাইলটি দুশো কেজি ওজনের এবং একবারে এটিতে দশটি বড় ওয়ারহেড এবং ১৬টি ছোট ওয়ারহেড ভরে লঞ্চ করা যায়।
আরও পড়ুন : ভারতে এসে গান্ধীতে মুগ্ধ বরিস, সবরমতী আশ্রমে চরকা কাটলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
এদিকে গতকাল রুশ টিভি চ্যানেলে এই মিসাইল পরীক্ষা দেখানো হয়। সেই সময় এও দেখানো হয় যে রুশ প্রেসিডেন্টকে সামরিক কর্তা মিসাইল সম্পর্কে বলছেন। মিসাইলের সফল পরীক্ষণের পর রাশিয়ান সামরিক বাহিনীর উদ্দেশে পুতিন বলেন, ‘সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই। এটা সত্যি অসাধারণ একটি অস্ত্র। যুদ্ধের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর জয়ের সম্ভাবনা আরও শক্তিশালী করবে এই ক্ষেপণাস্ত্র। কোনও দেশের হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এই অস্ত্র। যারা আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের দু’বার ভাবতে বাধ্য করবে এই অস্ত্র।’