সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। মূলত জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে তাঁকে। হরিয়ানার হাসপাতালে ভর্তি তিনি। সেখান থেকেই এনিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বয়স ৮২ বছর। হরিয়ানার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি তিনি। বুধবার হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে, মুলায়ম সিংজীর শারীরিক পরিস্থিতি এখনও জটিল। তাঁকে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের টিম তাঁকে দেখছে।
রবিবারই মুলায়ম সিং যাদবের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তারপর থেকেই তিনি আইসিইউতে। তবে ২২ অগস্ট থেকেই তিনি হাসপাতালে রয়েছেন। রবিবার তাঁর পুত্র অখিলেশ যাদব হাসপাতালে যান। এদিকে ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অখিলেশ যাদবকে ফোন করেছিলেন। তিনি মুলায়ম সিংয়ের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নেন। সমস্ত রকম সহায়তার আশ্বাস তিনি দিয়েছেন।
এদিকে এর আগেও গত জুলাই মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনও তাঁর শারীরিক নানা সমস্যা ছিল। ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সমাজবাদী পার্টির নেতার অসুস্থতাকে ঘিরে দলের অন্দরেও উদ্বেগ ছড়িয়েছে। দলের পক্ষ থেকেও টুইট করে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানানো হচ্ছে।