৫৬০০ কোটির ড্রাগ কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছে দিল্লি কংগ্রেসের আরটিআই সেলের এক নেতা। দাবি বিজেপির। আর এই ঘটনায় এবার কংগ্রেসের কাছে ব্যাখা চাইল বিজেপি।
বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, এই গ্রেফতারিকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মাদক পাচারের টাকা কংগ্রেসের দল চালানোর কাজে ব্যবহার হত কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মাদকচক্রের অভিযুক্ত, চক্রে অন্যতম মাথা তুষার গোয়েলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছে। খবর হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে।
সুধাংশু বলেন, এই সম্পর্কটা কেবলমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল কি না সেটা পরিষ্কারভাবে বলতে হবে। তিনি বলেন মাদক পাচারকারীদের সঙ্গে কংগ্রেসের কী সম্পর্ক সেটা বলতে হবে। কংগ্রেস দল, কংগ্রেসের হরিয়ানা ইউনিট, হুড়া পরিবারকে গোটা বিষয়টি সম্পর্কে জানাতে হবে। অভিযুক্তের সঙ্গে কেন দীপেন্দ্র হুড়ার ছবি ছিল তা নিয়েও প্রশ্ন তুলছে বিজেপি। কেন ওই অভিযুক্তের নাম কংগ্রেস নেতার ফোনে ছিল তা নিয়েও প্রশ্ন উঠছে।
তবে এই অভিযোগ সম্পর্কে কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া মেলেনি। কেন কংগ্রেস গোটা ঘটনা নিয়ে নীরবতা পালন করছে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই ইস্যুকে সামনে রেখে সুর চড়াতে শুরু করেছে বিজেপি।