বাংলা নিউজ > ঘরে বাইরে > কংগ্রেস ছেড়েছেন গুলাম নবি আজাদ, কী ভাবছেন G-23 এর সেই বিক্ষুব্ধরা?

কংগ্রেস ছেড়েছেন গুলাম নবি আজাদ, কী ভাবছেন G-23 এর সেই বিক্ষুব্ধরা?

কংগ্রেসের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিলেন গুলাম নবি আজাদ। 

কংগ্রেসের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিলেন গুলাম নবি আজাদ। দলের সংস্কারের জন্য যিনি চিঠি দিয়েছিলেন তিনিই বেরিয়ে গেলেন দল থেকে। কী বলছেন তাঁর সতীর্থরা? 

ইশা সহায় ভাটনগর

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। শুক্রবার পাঁচ পাতার কড়া চিঠি দিয়ে দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ভারত জোড়ো যাত্রার ঠিক আগে তাঁর এই ইস্তফা। তিনি লিখেছেন নেতৃত্বরা বরং কংগ্রেসকে জোড়া লাগানোর চেষ্টা করুক। আর গুলাম নবির এই ইস্তফা নাড়িয়ে দিয়েছে কংগ্রেসকে।

দলের অন্দরে সংস্কার চাইতেন গুলাম নবি। তাঁর ইস্তফার জেরে রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার আনন্দ শর্মা জানিয়েছেন, এই পদক্ষেপ প্রতি কংগ্রেসীকে যন্ত্রণা দেবে। আমিও ব্যক্তিগতভাবে অত্যন্ত আঘাত পেয়েছি। এই পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া যেত। আমরা আশা করেছিলাম এনিয়ে হস্তক্ষেপ করা হবে কিন্তু সেটাও হল না।

এদিকে গুলাম নবির ইস্তফা প্রসঙ্গে প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিত জানিয়েছেন, সংস্কারের জন্য় দলের মধ্যে থাকা দরকার ছিল। যা কিছু দলের মধ্যে ক্ষতি করছে তার বিরুদ্ধে দলের মধ্যে থেকেই লড়াই করা দরকার।

সন্দীপ দীক্ষিত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র। ২০২০ সালে যখন দলের বিক্ষুব্ধরা হাই কমান্ডের কাছে চিঠি লিখেছিলেন তখন সেই দলে ছিলেন সন্দীপও। তিনি বলেন, যতদূর মনে পড়ছে আমরা এর মধ্যে ছিলাম। আমরা সংস্কারের কথা বলেছিলাম। কিন্তু বিদ্রোহের কথা বলিনি।

তবে কংগ্রেস সাংসদ শশী থারুর সরাসরি কোনও মন্তব্য করেননি। তবে এর আগেই তিনি দল সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

বন্ধ করুন