কীভাবে ব্যর্থতাকে সামলান, রাজনীতির নানা অজানা কথা। জেরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাতের সঙ্গে পডকাস্টে নানা কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেন, আমি সেই মানুষটা নই যিনি একবার পিছিয়ে পড়াকে ধরে নিয়ে সারা জীবন ধরে কেঁদে কেটে কাটিয়ে দেবে। প্রতি মুহূর্তে মানুষকে ঝুঁকি নিতে হয়।
এরপর তিনি চন্দ্রযান ২এর প্রসঙ্গ উল্লেখ করেন। ২০১৯ সালে একেবারে শেষ ধাপে গিয়ে ব্যর্থ হয়েছিল এই মিশন। তিনি বলেন, অনেকেই চাননি যে আমি উৎক্ষেপনের সময় যাই।
তাঁরা বলেছিলেন এটা অনিশ্চিত। বিশ্বের প্রতিটি দেশই ব্যর্থ হয়। তাঁরা চারবার, ৬ বার করে সফল হয়। যদি এদিক ওদিক কিছু হয়ে যায় তাহলে কী হবে?
আমি বলেছিলাম তাতে কী!
তিনি বলেন, একেবারে শেষ ধাপে গিয়ে ব্যর্থ হয় চন্দ্রযান-২। সবাই খুব চিন্তায় ছিলেন। কীভাবে প্রধানমন্ত্রীকে জানাবেন এই চিন্তায় ছিলেন। মোদী বলেন, সেই রাতে ঘুমোতে পারিনি। ভাবলাম টিমের সঙ্গে দেখা করব। কারণ এটা দেশের কাছে বড় ধাক্কা।
আমি একটা ব্যর্থতাকে নিয়ে সারা জীবন কাঁদার মানুষ নই। আমি সকালে গেলাম। সমস্ত বিজ্ঞানীর সঙ্গে কথা বললাম। যদি ব্যর্থতা থাকে সেটা আমার দায়িত্ব।
এরপরেরটা ইতিহাস। সফল চন্দ্রযান ৩।
রাজনীতির কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজনীতিতে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে অনেক প্রস্তুতি লাগে। প্রতি মুহূর্তে ঝুঁকি নিতে হয়।
দু ঘণ্টার পডকাস্ট। সেখানে মোদী তাঁর ছোটবেলা, তাঁর শিক্ষা, রাজনীতি, কীভাবে উদ্বেগকে মোকাবিলা করেন সব উল্লেখ করেন।