হোয়াটসঅ্যাপের মাধ্যমে জালিয়াতির কারণে এক আইনজীবীর কয়েক হাজার টাকা ডুবল। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। এই আবহে এই প্রতারণার বিষয়ে অবগত হওয়া উচিত সবারই। অনলাইন প্রতারকদের থেকে সতর্ক থাকতে বিশদে জানুন কী হয়েছিল। প্রসঙ্গত, অনলাইনের জমানায় প্রতারকরা ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহারকারীদের ফাঁদে ফেলার জন্য নতুন নতুন কৌশলের অনুসন্ধান করতেই থাকে। এবার ৩৬০ টাকার বিয়ারের জন্য আইনজীবীর খসল ৪৪ হাজার টাকা!
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা মদের দোকানের মালিকের পরিচয় দিয়ে আইনজীবীকে বোকা বানায়। প্রতারিত আইনজীবী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দুই বোতল বিয়ার অর্ডার করেছিলেন। কিন্তু বিনিময়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টই খালি হয়ে যায়। এদিকে তাঁর বাড়িতে বিয়ারও আসেনি। জানা যায়, ঘটনাটি ঘটেছ গত ২৬ অক্টোবর। জানা গিয়েছে, অনলাইনে নিকটতম মদের দোকান খুঁজে একটি নম্বর পেয়েছিলেন। প্রথমে সেই ফোন নম্বরে ফোন করলে কেউ ধরেনি। পরে সেই নম্বর থেকে ফোন আসে আইনজীবীর কাছে। এরপর হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে অনলাইনে বিয়ার অর্ডার করতে বলা হয় আইনজীবীকে। এবং এই কাজ করতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে ৪৪ হাজার ৭৮২ টাকা।
প্রতারিত আইনজীবীর দাবি, তাঁকে হোয়াটসঅ্যাপে একটি কিউআর কোড পাঠানো হয়। তা স্ক্যান করে টাকা পাঠাতে বলা হয়েছিল। পরে অবশ্য সেই কিউআর কোড স্ক্যান করেই বিপাকে পড়েন সেই আইনজীবী। দেখেন তাঁর অ্যাকাউন্টে থাকা প্রায় ৪৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এই আবহে আপনারাও অনলাইনে কিছু কিনতে গেলে সতর্ক থাকবেন।