বাংলা নিউজ > ঘরে বাইরে > 'কৌশলে নতুন পলিসির সম্মতি নিচ্ছে WhatsApp!' দিল্লি হাইকোর্টে বিস্ফোরক কেন্দ্র

'কৌশলে নতুন পলিসির সম্মতি নিচ্ছে WhatsApp!' দিল্লি হাইকোর্টে বিস্ফোরক কেন্দ্র

ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)

ব্যবহারকারী বিরোধী কাজ করছে হোয়াটসঅ্যাপ। কৌশলে সবার সম্মতি আদায় করা হচ্ছে। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মেসেজিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনল কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের অভিযোগ, হঠাত্ হঠাত্ নোটিফিকেশন ফ্ল্যাশ করা হচ্ছে হোয়াটসঅ্যাপে। এর ফলে বিভ্রান্ত হয়ে অ্যাপের নয়া প্রাইভেসি পলিসি মেনে নিচ্ছেন ব্যবহারকারীরা। 'এটি ২৪ মার্চ ২০২১ সালের কম্পিটিশান কমিশন অব ইন্ডিয়ার নির্দেশিকার সম্পূর্ণ বিরোধী,' জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।

গত বছরের শেষ থেকেই হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসি নিয়ে তুঙ্গে বিতর্ক। নয়া প্রাইভেসি পলিসিতে ব্যবহারকারীদের তথ্য যাবে তৃতীয় ব্যক্তির(Third Party)হাতে। এমনই অভিযোগ এনে WhatsApp-এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে বিবৃতি দিয়েছে কেন্দ্র সরকার।

হোয়াটসঅ্যাপের নয়া প্রাইভেসি পলিসির বিরুদ্ধ হাইকোর্টে পিটিশন জমা করেন ডঃ সীমা সিং, মেঘান এবং বিক্রম সিং। সেখানে কেন্দ্র যাতে হোয়াটসঅ্যাপকে তাদের প্রাইভেসি পলিসি পিছিয়ে দিতে নির্দেশ দিতে পারে, কোর্টকে সেই অনুমোদনের আর্জি করা হয়।

তার প্রেক্ষিতেই কেন্দ্রের এই প্রতিক্রিয়া। যদিও হোয়াটস্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকে বলপূর্বক নয়া নীতি অ্যাকসেপ্ট করতে বলা হয়নি। তাছাড়া নয়া প্রাইভেসি পলিসি গ্রহণ করা আবশ্যিকও করা হয়নি। কেউ চাইলে নাও করতে পারেন।

অন্যদিকে গত ২৬ মে থেকে জারি হয়েছে কেন্দ্রের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত একাধিক নিয়মাবলী। আর তার ঠিক আগেই কেন্দ্রের নীতির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দারস্থ হয়েছে হোয়াটসঅ্যাপ(WhatsApp) কর্তৃপক্ষ।

গত বছরের শেষেই এই নয়া প্রাইভেসি পলিসির বিষয়ে ঘোষণা করেন নির্মাতারা। জানানো হয় যে এই নয়া নীতি Agree না করলে আর ব্যবহার করা যাবে না WhatsApp ।

নয়া প্রাইভেসি পলিসির প্রকাশের পর অনেকেই এটি নিয়ে প্রশ্ন তোলেন। সোশ্যাল মিডিয়ায় প্রাইভেসি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করেন অনেকে। কিন্তু, সকলকে আশ্বাস দিয়ে সংস্থা জানায়, নতুন নীতিতে ব্যবহারকারীদের কথোপকথন কখনই কোনও তৃতীয় ব্যক্তি বা সংস্থার হাতে পড়বে না।

গত ১৫ মে পর্যন্ত নয়া নীতি অ্যাকসেপ্ট করার সময়সীমা দিয়েছিল WhatsApp । তবে, প্রবল প্রতিবাদের মুখে আবারও সেই তারিখ পিছিয়ে দেয় সংস্থা। যদিও সংস্থার দাবি, ইতিমধ্যে বেশিরভাগ ব্যবহারকারী নয়া আইটি নীতিতে Agree করেছেন।

ঘরে বাইরে খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.