সেভক-রংপো রেল প্রকল্প। গোটা দেশ তাকিয়ে আছে এই রেল প্রকল্পের দিকে। কবে এই প্রকল্পের উদ্বোধন হবে তা নিয়ে আগ্রহ অনেকেরই। এবার প্রশ্ন তবে কি ২০২৫ সালের শেষের দিকেই সেভক-রংপো রেল প্রকল্পের উদ্বোধন হতে চলেছে?
সিকিমের সঙ্গে রেল যোগাযোগ হবে বাংলার। গ্যাংটক দেশের রেল মানচিত্রের সঙ্গে যোগ হবে। এদিকে বহু পর্যটকের কাছে অত্যন্ত মনের মতো জায়গা হল সিকিম। এই রেলপথ চালু হলে ট্রেনে করেই যাওয়া যাবে সিকিমে। এক্ষেত্রে আর উড়ান বা সড়কপথের দরকার নেই।
সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্র হ্যাং সুব্বার প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিছুটা আশ্বাস দিয়েছেন। তাঁর ইঙ্গিত আগামী বছর সেভক-রংপো রেলপ্রকল্পের উদ্বোধন হতে পারে।
সিকিমের সাংসদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানিয়েছেন, সেভক রংপো রেলপ্রকল্প এবং রংপো গ্যাংটক এক্সটেনশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেভক রংপো রেললাইনের ৪৪ কিমি দিয়ে সেভক-রংপো রেলওয়ে প্রকল্প।
রেলমন্ত্রী সংসদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেললাইন পাতার জন্য সমীক্ষা হয়েছে। ডিপিআর তৈরির কাজ হয়েছে।
কতদূর কাজ এগিয়েছে এই সেভক রংপো রেলপ্রকল্পের? সূত্রের খবর, প্রকল্পটির কাজ অনেকটাই হয়েছে। প্রায় শেষের পথে কাজ।
সব মিলিয়ে ৩৯ কিমি সুরঙ্গপথ। পাহাড় কেটে তৈরি হয়েছে এই সুরঙ্গপথ। তার মধ্য়ে ৩৬ কিমি সুরঙ্গ তৈরির কাজ হয়েছে বলে খবর।
এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিন।
এই প্রকল্পে সব মিলিয়ে ১৪টি টানেল রয়েছে। তার মধ্য়ে ১৩টি প্রধান ও ৯টি ছোট ব্রিজ রয়েছে। পাঁচটি স্টেশন রয়েছে এই পথে।
গত মে মাসে এই সেভক রংপো রেল প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। সিকিমে একমাত্র স্টেশন হচ্ছে সেটা হল রংপো। বাকি চারটি স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্য়ে। এরপর থেকে আগামীদিনে এই রেলপথকে সম্প্রসারিত হতে পারে। সেটা সম্প্রসারিত হয়ে গ্যাংটক, সিকিম যেতে পারে।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে একটি বিবৃতিতে বিগতদিনে জানিয়েছিল, গত ৮ মে দার্জিলিংয়ে অবস্থিত একটি টানেলে বড় সাফল্য মিলেছে। প্রজেক্টে টানেলগুলি খনন কাজ করা হয়েছে।
এদিকে গত এপ্রিল মাসে রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন তথা সিইও জয়া ভার্মা সিনহা গোটা এলাকা পরিদর্শন করেছিলেন। টানেল ১, ৭,৮ ও মাটির নীচে দিয়ে আর যে অংশগুলি রয়েছে তার কিছুটা তিনি খতিয়ে দেখেছিলেন। সেই সময় রেলমন্ত্রক একটি টুইট করে জানিয়েছিল শ্রীমতি জয়া ভার্মা সিনহা টানেল নম্বর ১,৭,৮ ও সেভক রংপো রেল প্রকল্পের মাটির নীচের অংশগুলি পরিদর্শন করেছিলেন। এবার এই রেলপথ শেষ নিয়ে বড় ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।