ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি( আইআইটি-ডি) মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তাদের ফিজিক্স বিষয়ক বিশেষজ্ঞরা এটা নিশ্চিত করেছেন যে নিট-ইউজি ২০২৪ প্রশ্নপত্রে একটা মাত্র অপশন ঠিকঠাক আছে। আর সবথেকে বড় কথা আগে যেকোনও একটি নম্বরে টিক দিলেই গ্রেস নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু দিল্লি আইআইটি বলছে যে কোনও একটি নয়, একটি মাত্র নির্দিষ্ট অপশনে টিক দিলেই নম্বর মিলবে। কারণ চারটির মধ্য়ে একটি মাত্র অপশনই সঠিক রয়েছে।
আইআইটি দিল্লি তাদের বিবৃতিতে জানিয়েছে,অ্যাটম ইলেকট্রিকালি নিউট্রাল কারণ এগুলির সমান সংখ্যক পজিটিভ ও নেগেটিভ চার্জ রয়েছে। এই বিষয়টি সঠিক।
তবে এরই বিপরীতে প্রতিটি পদের অ্যাটমই স্থিতিশীল ও এগুলি তাদের বিচ্ছুরণ করে। এটা পুরোপুরি ভুল। সুপ্রিম কোর্ট সোমবার আইআইটি দিল্লির কাছ থেকে তাদের পরামর্শ চেয়েছে। এর উপর ভিত্তি করেই গ্রেস নম্বর দেওয়া হয়েছিল।
ন্যাশানাল টেস্টিং এজেন্সি এর আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে পরীক্ষার্থী যেকোনও একটি অপশনকে বেছে নিয়েছিলেন তাদের পুরোপুরি চার নম্বর দেওয়া হবে। তবে দিল্লি আইআইটি বলছে অন্য কথা। সেক্ষেত্রে প্রচুর পরীক্ষার্থীর নম্বর কাটা যেতে পারে। এরপর সুপ্রিম কোর্ট এনিয়ে আইআইটি দিল্লির বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চেয়েছিল। তার ভিত্তিতেই গ্রেস মার্কস দেওয়া হয়েছিল।
এই ইস্যুটি সম্পর্কে অ্যাডভোকেট শ্রুতি চৌধুরী সুপ্রিম কোর্টে জানিয়েছেন, অ্যাটমিক থিয়োরি নিয়ে একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে নিট ইউজি পরীক্ষাপত্র দুটি বিবৃতি দিয়েছে।
১) অ্যাটম ইলেকট্রিকালি নিউট্রাল কারণ এগুলির সমান সংখ্যক পজিটিভ ও নেগেটিভ চার্জ রয়েছে
২) প্রতিটি পদের অ্যাটমই স্থিতিশীল ও এগুলি তাদের বিচ্ছুরণ করে।
এরপর পরীক্ষার্থীদের বলা হয়েছিল চারটি অপশনের মধ্য়ে একটিকে বেছে নিতে হবে। প্রথম স্টেটমেন্টটি ঠিক। স্টেটমেন্ট বি-টা ঠিক। স্টেটমেন্ট এ ও বি টা ঠিক। দুটোই ভুল।
তবে এবার আইআইটি দিল্লি গোটা বিষয়টি পরিস্কার করে দিয়েছে। কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা নির্দিষ্ট করে দিয়েছে দিল্লি আইআইটির বিশেষজ্ঞরা।
তবে সামগ্রিক পরিস্থিতিতে এবার জানা যাচ্ছে যে আইআইটি দিল্লির এই বিবৃতির পরিপ্রেক্ষিতে ৪ লাখেরও বেশি পরীক্ষার্থী নম্বর হারাতে পারেন।