বাংলা নিউজ > ঘরে বাইরে > পুলওয়ামা হানা থেকে সবচেয়ে লাভবান হল কে, বর্ষপূর্তিতে বিতর্ক উস্কে দিলেন রাহুল

পুলওয়ামা হানার এক বছর পূর্তি আজ। এই দিনে গত বছর পুলওয়ামায় আত্মঘাতী আক্রমণে ৪০ সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন রাজনৈতিক নেতারা। এর মধ্যে কিছুটা ব্যতিক্রমী টুইট করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তিনটি প্রশ্ন করলেন রাহুল। তাঁর প্রশ্ন, এই হানা থেকে সবচেয়ে লাভ করল কে? পুলওয়ামা হানার তদন্তের ফলাফল কী হল? নিরাপত্ত ব্যবস্থায় ফাঁকফোকরের জন্য যে আক্রমণ হল, তার জন্য বিজেপি সরকারের কে দায়িত্ব নেবে, সেই প্রশ্নও তোলেন রাহুল।

জয়েশ-ই-মহম্মদের আক্রমণে ৪০ জন মারা যায় পুলওয়ামায়। এরপর ভারত পাকিস্তানের বালাকোটে জয়েশের সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ক্যাম্প গুঁড়িয়ে দেয়। প্রায় ৩০০ জন জঙ্গি মারা যায়। এর বদলা নিতে ফাইটার জেট পাঠায় পাকিস্তান। সেগুলিকে তাড়া করে একটা এফ-১৬ ধ্বংস করে দেয় ভারত। কিন্তু ভুল করে বর্ডার পেরিয়ে যান উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পরে ভারতের চাপের মুখে অভিনন্দনকে ফিরিয়ে দিতে বাধ্য হয় পাকিস্তান।


বন্ধ করুন