কোথায় Fixed Deposit করলে বেশি সুদ (Interest) পাবেন? এই প্রশ্ন সকলেরই। আসলে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সিংহভাগ মানুষেরই পছন্দ ফিক্সড ডিপোজিট (এফডি)। ব্যাঙ্কের পাশাপাশি অনেকে পোস্ট অফিসেও টাকা রাখেন। পোস্ট অফিসে প্রতি ত্রৈমাসিকে সুদের হার সংশোধিত হয়।
কিন্তু, ফিক্সড ডিপোজিট করার আগে অনেকেই ধন্দে পড়ে যান। কোথায় টাকা বিনিয়োগ করলে বেশি লাভ? স্টেট ব্যাঙ্কে নাকি পোস্ট অফিসে? পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম অনেকটা ব্যাঙ্কের এফডির মতোই। পোস্ট অফিসে এক থেকে পাঁচ বছরের মেয়াদে টার্ম ডিপোজিট করা যায়।
তাহলে কোথায় বিনিয়োগ করবেন আপনার সঞ্চয়? আগে দেখে নিন দুই জায়গার সুদের হার। প্রয়োজনে বেছে রাখুন। তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন নিজেই।
পোস্ট অফিসে টার্ম ডিপোজিটের ক্ষেত্রে বর্তমানে সুদের হার :
১ বছর : ৫.৫%
২ বছর : ৫.৫%
৩ বছর : ৫.৫%
৫ বছর : ৬.৭%
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিটে সুদের হার :
৭ দিন থেকে ৪৫ দিন : ২.৯%
৪৬ দিন থেকে ১৭৯ দিন : ৩.৯%
১৮০ দিন থেকে ২১০ দিন : ৪.৪%
২১১ দিন থেকে এক বছরের কম : ৪.৪%
১ বছর থেকে ২ বছরের কম : ৫%
২ বছর থেকে ৩ বছরের কম : ৫.১%
৩ বছর থেকে ৫ বছরের কম : ৫.৩%
৫ বছর থেকে ১০ বছরের কম : ৫.৪%