বাংলা নিউজ > ঘরে বাইরে > Agastya Chauhan: ভ্লগ বানাতে ঘণ্টায় ৩০০ কিমি স্পিড! দুর্ঘটনায় মৃত্যু YouTuber-এর

Agastya Chauhan: ভ্লগ বানাতে ঘণ্টায় ৩০০ কিমি স্পিড! দুর্ঘটনায় মৃত্যু YouTuber-এর

মোটরসাইকেলে ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি তুলতে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার অগস্ত্য চৌহান। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)

প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার অগস্ত্য চৌহান। মোটরসাইকেল নিয়ে ভ্লগ, স্টান্টের ভিডিয়ো বানিয়ে ইউটিউবে জনপ্রিয় হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায়, বাইকার কমিউনিটিতে তিনি বেশ পরিচিত মুখ ছিলেন। বৃহস্পতিবার যমুনা এক্সপ্রেসওয়েতে সম্ভবত ভ্লগের জন্যই ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টার সাংঘাতিক গতি তোলেন তিনি।

১.২ মিলিয়ন ফলোয়ার্স। ইউটিউব থেকে মোটা টাকা আয়। দামি জাপানি সুপারবাইক। এক লহমায় যেন সব থমকে গেল। সেই মোটরসাইকেলেই ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি তুলতে গিয়ে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার অগস্ত্য চৌহান। মোটরসাইকেল নিয়ে ভ্লগ, স্টান্টের ভিডিয়ো বানিয়ে ইউটিউবে জনপ্রিয় হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায়, বাইকার কমিউনিটিতে তিনি বেশ পরিচিত মুখ ছিলেন। বৃহস্পতিবার আগ্রা থেকে দিল্লি যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে সম্ভবত ভ্লগের জন্যই ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টার সাংঘাতিক গতি তোলেন তিনি। আর সেই সময়েই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। আরও পড়ুন: Kawasaki Ninja ZX-10R : নতুন রূপে ফিরল লেজেন্ড, দাম কত হল?

অগস্ত্য চৌহান তাঁর সবুজ নিনজার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গিয়ে একটি ডিভাইডারে ধাক্কা লাগে। সেই সময়ে বাইকের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার। বলাই বাহুল্য, এই বিশাল গতির কারণে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে অগস্ত্য চৌহানের দামি হেলমেটও টুকরো টুকরো হয়ে যায়।

জনপ্রিয় এই YouTuber-এর চ্যানেলের নাম ছিল 'PRO RIDER 1000'। সেখানে গত ২ মে তাঁর শেষ ভিডিয়ো আপলোড করেছিলেন। সেই ভিডিয়োর কমেন্ট সেকশন এখন শোকবার্তায় ভরে উঠেছে। ভিডিয়োর কমেন্টে অনেকে লিখেছেন, 'সাবস্ক্রাইবারদের জন্য কনটেন্ট বানাতে গিয়ে তিনি নিজের জীবন বিলিয়ে দিলেন। জীবনের গুরুত্ব সম্পর্কে আমাদের আরও সচেতন হওয়া উচিত্।' অনেকেই সাবধানে ও ধীরে-সুস্থে মোটরসাইকেল চালানোর কথা মনে করিয়ে দিয়েছেন।

<p>প্রো রাইডার ১০০০ ইউটিউব চ্যানেল। ছবি: ইউটিউব</p>

প্রো রাইডার ১০০০ ইউটিউব চ্যানেল। ছবি: ইউটিউব

(YouTube)

বৃহস্পতিবারের দুর্ঘটনার পরেই জরুরি পরিষেবা দ্রুত পৌঁছে গিয়েছিল। তবে ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। আলিগড় জেলার তাপ্পাল থানা তাঁর দেহ হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য গ্রেটার নয়ডার জেওয়ারের কৈলাশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পরে, আলিগড় পুলিশ জনসাধারণকে বাইক চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে এবং অতিরিক্ত গতি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

ইউটিউবের নেশা

এখন সবার কাছেই মোটরসাইকেল। গো-প্রো-র মতো অ্যাকশন ক্যামেরাও রয়েছে। ফলে ভিডিয়ো বানানো কোনও ব্যাপারই নয়। কিন্তু সেই একই কারণে প্রতিযোগিতাও বেশি। দামি মোটরসাইকেল, ভয়াবহ স্টান্ট, অতি উচ্চ গতির ভিডিয়ো হলে তবেই তা সাধারণত ভাইরাল হয়। বাড়ে সাবস্ক্রাইবার। পাল্লা দিয়ে আসে ইউটিউবের টাকা। আর এই চক্রব্যুহের মধ্যে পড়েই একের পর এক ঝুঁকিপূর্ণ স্টান্ট, উচ্চগতির ভিডিয়ো বানাতেন অগস্ত্য চৌহান।

এর আগে চলতি বছরের শুরুতেই তাঁর বিরুদ্ধে দেরাদুনের রাস্তায় অসংখ্য মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। নিজেদের এবং জনসাধারণের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার জন্য অগস্ত্য-সহ ১২ জন ভ্লগারের নাম উল্লেখ করেছিল দেরাদুনের পুলিশ। আরও পড়ুন:

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন