Dhruv Rathee-Karolina Goswami Row:ধ্রুব রাঠির ফ্যানদের থেকে লাগাতার হুমকি পাচ্ছেন পোল্যান্ডের ইউটিউবার ক্যারোলিনা গোস্বামী। সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন তিনি। এই সুবাদে তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেন ক্যারোলিনা। সেখানে তাঁকে দুজন বডিগার্ড নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে সবসময় বডিগার্ড সঙ্গে রাখতে হচ্ছে তাঁকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আমরা ভারতেই থাকব। আমরা আমাদের জীবনে আবার হাসি ফিরিয়ে নিয়ে আসব। এই ভিডিয়োতে দুটো বাচ্চা ও স্বামীর সঙ্গেও তাঁর কিছু ঝলক দেখা যায়।
কে এই ক্যারোলিনা গোস্বামী?
ক্যারোলিনা (Karolina Goswami) আদতে পোলান্ডের বাসিন্দা। তাঁর স্বামী অনুরাগ ভারতীয়। বিয়ে করে এই দেশে আসার পর তিনি বর্তমানে ভারতের বৈধ নাগরিক। ক্যারোলিনা ও অনুরাগের ‘ইন্ডিয়া ইন ডিটেলস’ (India In Details) নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ভারতে একটি পরিবারের রোজকার বেড়ে ওঠা ও নানা ঘটনার ছবি সেখানে তুলে ধরা হয়। ইনস্টাগ্রামেও এই নামে একটি পেজ রয়েছে ক্যারোলিনার। ‘ইন্ডিয়া ইন ডিটেলস’-এই প্রথম ধ্রুব রাঠির (Dhruv Rathee) ভিডিয়োর নানা ভুল ও মিথ্যে দাবি তুলে ধরতে শুরু করেছিলেন ক্যারোলিনা।
আরও পড়ুন - Kamala Harrris On Trump’s IVF Comment: ‘আমিই IVF-র জনক!’ ট্রাম্পের দাবি শুনে ‘রেগে বোম’ কমলা হ্যারিস, বললেন…
লাগাতার হুমকি দুই শিশুর মা ক্যারোলিনাকে
প্রসঙ্গত, ক্যারোলিনা গোস্বামী ধ্রুব রাঠিকে নিয়ে মাঝে মাঝেই নানারকম ‘ফ্যাক্ট চেক’ ভিডিয়ো পোস্ট করেন। সেখানে ধ্রুব রাঠির ‘ভারতবিরোধী উদ্দেশ্য’ ফাঁস করে দেন তিনি। ধ্রুব রাঠির বেশ কিছু ভিডিয়ো থেকে ক্লিপ তুলে তৈরি করা হয়েছিল সেই ভিডিয়ো। বিভিন্ন সময় ধ্রুব রাঠির নানা মন্তব্যকেই তুলে ধরা হয়। তারপর নানা নথি দিয়ে দেখিয়ে দেওয়া হয় আসল সত্যিটা কী। প্রসঙ্গত, ধ্রুব রাঠির ভুল দেখিয়ে দেওয়া একটি ভিডিয়ো ক্যারোলিনা পোস্ট করেছিলেন তিন বছর আগে।
ক্যারোলিনাকে ধ্রুব রাঠির ব্যক্তিগত মেসেজ
ঘটনাচক্রে এক বছর আগের একটি ভিডিয়োতে তিনি দাবি করেন, ধ্রুব রাঠি তাঁকে ব্যক্তিগত মেসেজও পাঠিয়েছিলেন। ছয় মাস আগে আরেকটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানেও ডেমোক্রেসি ইনডেক্স নিয়ে ফের ভুল ধরিয়ে দেন ক্যারোলিনা। চার মাস আগেও ঈশ্বরসংক্রান্ত অন্য আরেক ভিডিয়ো নিয়ে ফের দ্বন্দ্ব হয় দুই ইউটিউবারের। এভাবেই টানা ‘সত্য উদঘাটনের’ জেরে এখন মাসুল গুনতে হচ্ছে ক্যারোলিনাকে। তবে পরিবারে আনন্দ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বলেই জানিয়েছেন ক্যারোলিনা।