চারটি কাফ সিরাপের ক্ষেত্রে বড় সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। ভারতের ওষুধ কোম্পানির তৈরি এই সিরাপগুলি সম্পর্কে সতর্ক করা হয়েছে। সাধারণত সর্দি কাশি হলে এই ধরণের সিরাপ খাওয়ানো হয়। তবে এই সিরাপ খেলে কিডনিতে ক্ষত হতে পারে। এমনকী ৬৬জন শিশুর গাম্বিয়াতে মৃত্যুর সঙ্গে এই সিরাপের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এনিয়ে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানি ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে আরও আলোচনা করা হবে। সংবাদ সংস্থা রয়টার্সের তরফে হুকে উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে। সেক্ষেত্রে কাফ সিরাপ নিয়ে বাড়তি সতর্কতা যে জরুরী তা বলাই বাহুল্য। এমনটাই বলছে অভিজ্ঞ মহল।
এদিকে বাচ্চাদের সর্দি কাশি হলে অনেকেই ওষুধের দোকান থেকে কাফ সিরাপ কিনে আনেন। বহু ক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই কাফ সিরাপ কেনা হয়। তবে সেটা যে কতটা বিপজ্জনক হতে পারে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান নির্দেশেই পরিষ্কার। মোট চারটি সিরাপ সম্পর্কে সতর্ক করা হয়েছে। এদিকে নেট দুনিয়ায় ইতিমধ্যেই এনিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। অনেকের মধ্যেই এনিয়ে উদ্বেগ ছড়িয়েছে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনও কাফ সিরাপ খেলে তার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও অভিজ্ঞমহলের মত।