ভিকে কৃষ্ণ মেনন। নামটা চেনা চেনা লাগছে? তিনি ছিলেন দেশের চতুর্থতম প্রতিরক্ষা মন্ত্রী। ১৯৫৭ এর ১৭ এপ্রিল থেতে ১৯৬২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ছিলেন তিনি এই পদে। তিনি ছিলেন জওহরলাল নেহেরুর ঘনিষ্ঠ। আর তাঁর সময়েই হয়েছিল ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। আর সেই কৃষ্ণ মেননের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি সেই যুদ্ধে যথাযথ ভূমিকা নেননি। চিন সেনা যখন লাদাখ দিয়ে ঢুকছে তখন ভারতীয় সেনাদের পাকিস্তানের সীমান্তে দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি।
আসলে ওয়াকিবহাল মহলের মতে, তিনি ভাবতেন চিনের সীমান্ত আগ্রাসনের কোনও ইচ্ছা নেই। কিন্তু সেই চিনই ভারতের আকশাই চিনকে দখল করে নিয়েছিল সেই সময়। জেনারেল কে এস থিমায়া সেই সময় বলেছিলেন পাক বর্ডারের তুলনায় চিন সীমান্তে সেনা মোতায়েন করা হোক। আর তখন কৃষ্ণ মেননের দাবি ছিল,চিনের থেকে কোনও ভয় নেই।
আর সেই বিবাদের জেরেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন থামাইয়া।সোজা প্রধানমন্ত্রীর কাছে পদত্য়াগপত্র পাঠিয়েছিলেন তিনি। একমাসের যুদ্ধ। তাতেই পরাজিত হয়েছিল ভারত।
১৯৬২ সালের ২০ অক্টোব ম্য়াকমোহন লাইন পেরিয়ে গিয়েছিল চিনের সেনা। এরপর ভারতকে আক্রমণ করে। তাওয়াং সেক্টরও দখল করে নিয়েছিল চিন। তবে ২০ নভেম্বর যুদ্ধ বিরতি ঘোষণা করে চিন। এদিকে ভুল করে আকসাই চিন থেকে সরে এসেছিল ভারতীয় সেনা। সেই বিতর্ক জিইয়ে আছে এখনও।
পরে চাপে পড়ে ইস্তফা দিয়েছিলেন মেনন।কংগ্রেস নেতা জয়রাম রমেশ মেনন সম্পর্কে লিখেছিলেন, সারাজীবন অবিবাহিত ছিলেন মেনন। দিনে ৩৫-৪০ কাপ চা খেতেন।
খুশবন্ত সিং আত্মজীবনীতে লিখেছিলেন, মেনন ভালো জামাকাপড় পরতে ভালোবাসতেন। আর তার চারপাশে যারা ভালো জামাকাপড় পরতেন না তাদের একেবারে পছন্দ করতেন না মেনন।