ঝাড়খণ্ড আর মহারাষ্ট্র ভোট নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন এবার ঝাড়খণ্ডে কারা ক্ষমতা দখল করতে পারে? সেই সঙ্গেই মহারাষ্ট্রে কাদের দখলে যেতে পারে তা নিয়েও সামান্য ইঙ্গিত দিয়েছেন তিনি।
তিনি লিখেছেন, আমার ধারণা
ঝাড়খণ্ডে পরিস্কার সংখ্য়াগরিষ্ঠতা পাবে ইন্ডিয়া জোট( ৪৮+)।
মহারাষ্ট্র যে কারোর হতে পারে। খেলায় যে কেউ জিততে পারে।
লিখেছেন দেবাংশু।
এদিকে এবার ঝাড়খণ্ডে কী হবে তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। এমনকী যে সমস্ত সংস্থা এক্সিট পোল করে তাদের মধ্য়েও কিছুটা ধন্দ তৈরি হয়েছে।
হিন্দুস্তান টাইমস বাংলা সহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে,
১) ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি, আজসু-সহ এনডিএ জোটের ঝুলিতে ৪২-৪৭টি আসন যেতে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোট ২৫-৩০টি আসনেই আটকে থাকবে। অন্যান্যরা একটি থেকে চারটি আসন জিতবে।
২) পি মার্কের সমীক্ষা অনুযায়ী, ইন্ডিয়া জোট জিততে পারে ৩৭-৪৭টি আসনে। এনডিএ জোট ৩১-৪০টি আসনে জিততে পারে। অন্যান্যদের ঝুলি ফাঁকা থাকবে।
৩) অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, ইন্ডিয়া জোটের ঝুলিতে ৫৩টি আসন যেতে পারে। ২৫টি আসন জিততে পারে এনডিএ জোট। অন্যানরা তিনটি আসনে জিততে পারে।
কার্যত কেউ এগিয়ে রাখছে ইন্ডিয়া জোটকে। কেউ আবার বলছে এগিয়ে থাকবে এনডিএ জোট। তবে পরিস্থিতি ঠিক কী হবে সেটা জানতে ফলাফলের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে দেবাংশুর ধারণা শেষ পর্যন্ত মেলে কি না সেটাও দেখার।
তবে মহারাষ্ট্র নিয়ে দেবাংশু কোনও ঝুঁকি নিতে চাননি। কার্যত কোন জোটের কাছে ক্ষমতা যেতে পারে তা নিয়ে সুষ্পষ্ট ভাবে কিছু বলতে পারেননি। নাকি বলতে চাননি?
এদিকে ইতিমধ্য়েই একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষার কথা সামনে আসতে চলেছে। সেখানে নানা ইঙ্গিত দেওয়া হয়েছে। কার্যত সেই সব সমীক্ষায় এনডিএর দিকেই পাল্লা ভারী।
১) পিপলস পালসের এক্সিট পোল অনুযায়ী, মহায্যুতি ১৮২টি আসনে জিততে পারে। মহা বিকাশ আঘাড়ির ঝুলিতে যেতে পারে ৯৭টি আসন। অন্যান্যরা ন'টি আসনে জিততে পারে।
২) ম্যাট্রিজের এক্সিট পোল অনুযায়ী, বিজেপির নেতৃত্বাধীন মহায্যুতি ১৫০-১৭০টি আসনে জিততে পারে। মহা বিকাশ আঘাড়ি ১১০-১৩০টি আসনে জিততে পারে। অন্যান্যরা পেতে পারেন আটটি থেকে ১০টি আসন।
৩) পি-মার্কের এক্সিট পোল অনুযায়ী, বিজেপি জোটের ঝুলিতে ১৩৭-১৫৭টি আসন যেতে পারে। কংগ্রেসের জোটের প্রাপ্ত আসনের সংখ্যা হতে পারে ১২৬-১৪৬। দুটি থেকে আটটি আসনে জিততে পারে অন্যান্যরা।
তবে দেবাংশু কিন্তু এসব নিয়ে কোনও নির্দিষ্ট মতামত দেননি।