বাংলা নিউজ > ঘরে বাইরে > খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন, করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবাণী WHO-র

খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন, করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবাণী WHO-র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শতর্ক করে বলেছে, ওমিক্রনের লক্ষ্যণ মৃদু বলে সেটিকে উপেক্ষা করা ঠিক নয়। 

ক্রমেই ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। খাতায় কলমে এখনও পর্যন্ত বিশ্বের ৭৭ টি দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টকেও এক দ্রুত ছড়িয়ে পড়তে দেখা যায়নি গোটা বিশ্বে। এই আবহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়া এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শতর্ক করে বলেছে, ওমিক্রনের লক্ষ্যণ মৃদু বলে সেটিকে উপেক্ষা করা ঠিক নয়।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করে সব দেশকে কঠোর ভাবে করোনা বিধি মানার পরামর্শ দেওয়া হয়েছে। যে সকল দেশে টিকাকরণের হার বেশি, সেখানেও করোনা বিধি উপেক্ষা করার বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বিষয়ে হু প্রধান টেড্রস আধানম বলেন, ‘ওমিক্রনকে মৃদু বলে অনেতেই করোনার এই ভ্যারিয়েন্টকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু ওমিক্রন মারাত্মক না হলেও, এত বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত হতে পারে যাতে স্বাস্থ্য ব্যবস্থা ধাক্কা খেতে পারে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ওমিক্রন নিয়ে আরও বলেন, ‘টিকাকরণ হয়েছে মানেই যে মাস্ক পরতে হবে না, সামাজিক দূরত্ব মানতে হবে না, এমনটা ভাবলে চলবে না। সমস্ত করোনা বিধি গুরুত্ব দিয়ে মেনে চলতে হবে। অনেক দেশ বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। তবে ওমিক্রনের উপর বুস্টারের প্রভাবের বিষয়ে কোনও প্রমাণ নেই।’ 

বন্ধ করুন