বাংলা নিউজ > ঘরে বাইরে > Wholesale price inflation: দেশে ফের কমতি পাইকারি মুদ্রাস্ফীতির হারে, ডিসেম্বরের পরিসংখ্যানে কোন অঙ্ক উঠে এল?

Wholesale price inflation: দেশে ফের কমতি পাইকারি মুদ্রাস্ফীতির হারে, ডিসেম্বরের পরিসংখ্যানে কোন অঙ্ক উঠে এল?

কমল পাইকারি মুদ্রাস্ফীতি।(ANI Photo) (Anathakrishnan L)

ডিসেম্বর ২০২২-তে তা ছিল ৪.৯৫ শতাংশ। ২০২২ সালের নভেম্বর মাসে এই শতাংশ ছিল ৫.৮৫। প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতির শতাংশ ছিল ১৪.২৭। গত বছরে অগস্ট ও সেপ্টেম্বরের পাইকারি মুদ্রাস্ফীতির হারের তুলনাতেও দেখা গিয়েছে, একই ট্রেন্ড। ২০২২ সালের অগস্ট মাসে পাইকারী মুদ্রাস্ফীতির হার ছিল ১২.৪১ শতাংশ। আর সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছিল ১০.৭ শতাংশ।

এবার মুদ্রাস্ফীতির আবহে সামান্য স্বস্তি মিলল। করোনাকালের প্রভাব ভারতীয় অর্থনীতিকে একটা সময় বেশ প্রভাবিত করে তুলেছিল। তারপর মুদ্রাস্ফীতির অঙ্কে আসা সামান্য তৃপ্তিদায়ক পরিস্থিতি। সোমবার প্রকাশিত হয়েছে দেশের ডাব্লিউ পিআই রেটিং। ডাব্লিউ পিআই রেটিং বা পাইকারি মুদ্রাস্ফীতির হারে দেখা গিয়েছে, ডিসেম্বর ২০২২-তে তা ছিল ৪.৯৫ শতাংশ। ২০২২ সালের নভেম্বর মাসে এই শতাংশ ছিল ৫.৮৫। প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে পাইকারি মুদ্রাস্ফীতির শতাংশ ছিল ১৪.২৭।

মুদ্রাস্ফীতির হারের এই কমতি মূলত, জ্বালানির দাম ও খাবারের দামের কমতির নিরিখে উঠে এসেছে। উল্লেখ্য, গত বছরে অগস্ট ও সেপ্টেম্বরের পাইকারি মুদ্রাস্ফীতির হারের তুলনাতেও দেখা গিয়েছে, একই ট্রেন্ড। ২০২২ সালের অগস্ট মাসে পাইকারী মুদ্রাস্ফীতির হার ছিল ১২.৪১ শতাংশ। আর সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছিল ১০.৭ শতাংশ। সেই ঘটনা দেশের টানা ১৮ মাসের নিরিখে একটি বড় বিষয় ছিল। দেখা গিয়েছিল, তার আগে টানা ১৮ মাস ধরে মুদ্রাস্ফীতি দুই অঙ্কের ঘরে থাকলেও তৎকালীন ১৮ মাসে তাই ছিল সর্বনিম্ন। এরপর ডিসেম্বর ও নভেম্বরের পরিসংখ্যান আরও খানিকটা স্বস্তি দিয়েছে।

প্রসঙ্গত, ডিসেম্বরের যে পরিসংখ্যান উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে, খাদ্যদ্রব্যে মুদ্রাস্ফীতি (-) ১.২৫ শতাংশ ছিল। জ্বালানি ও বিদ্যুতে এই মুদ্রাস্ফীতি ছিল ১৮.০৯ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরে এই পরিসংখ্যান উঠে এসেছে। উৎপাদন ক্ষেত্রে ডিসেম্বরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতি ছিল ৩.৩৭ শতাংশ। এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প সংক্রান্ত মন্ত্রকের তরফে। মন্ত্রক জানাচ্ছে, ডিসেম্বরে ‘প্রাথমিকভাবে মুদ্রাস্ফীতির হারে কমতিতে প্রভাব ফেলেছে, খাদ্য সামগ্রী, খণিজ তেল, অপরিশোধিত পেট্রোলিয়াম ও প্রাকতিক গ্যাস, খাদ্যদ্রব্য, বস্ত্র, রাসায়নিক ও রাসায়নিকজাত পণ্যের দামে কমতির ঘটনা।’ এর আগে ২০২২ সালের মাঝামাঝি অগস্ট-সেপ্টেম্বরে যে মুদ্রাস্ফীতির পাইকারি হারে কমতি দেখা গিয়েছিল, তাতেও এই ফ্যাক্টরগুলি প্রভাব ফেলে।  সেই সময়ে বিদ্যুৎ, সাধারণ ধাতুর মতো বিষয়ও মুদ্রাস্ফীতির হারের কমতিতে বড় ফ্যাক্টর ছিল বলে জানানো হয়। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

ঘরে বাইরে খবর

Latest News

ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.