বাংলা নিউজ > ঘরে বাইরে > আপনি এত সুন্দর, এত বুদ্ধিমান হলেন কীভাবে? তরুণীর প্রশ্নে কী বললেন শশী থারুর?

আপনি এত সুন্দর, এত বুদ্ধিমান হলেন কীভাবে? তরুণীর প্রশ্নে কী বললেন শশী থারুর?

কংগ্রেস এমপি শশী থারুর। (PTI Photo/Kamal Kishore) (PTI)

শশী থারুর তাঁর ছোটবেলার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই আমার পড়ার খুব অভ্যাস ছিল। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার খুব টান ছিল। এরপর আমি সেটা বজায় রাখার চেষ্টা করি। তারপর এটা বজায় রাখার চেষ্টা করেছি সবসময়।

কংগ্রেস নেতা শশী থারুর। তাঁকে লক্ষ্য করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন নাগাল্যান্ডের এক  কন্য়া। তিনি বলেছিলেন, কীভাবে এত সুন্দর দেখতে হলেন আপনি? এত আকর্ষণীয়। একই সঙ্গে এত ব্রিলিয়ান্ট আর বুদ্ধিমান আপনি কীভাবে হলেন? প্রশ্ন করেছিলেন ওই কন্যা। আসলে নাগাল্যান্ডে একটি টক শো হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন ৬৬ বছর বয়সী ওই কংগ্রেস নেতা। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে ওই অনুরাগীর প্রশ্নে ঠিক কী বললেন তিনি?

সেই প্রশ্ন শুনে হেসে ফেলেছিলেন থারুর। তিনি বলেন, বাবা মাকে ঠিক করে পছন্দ করতে হয়। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, তুমি খুব মিষ্টি আর খুব মার্জিত। কিছু কিছু জিনিস আছে যেটা তোমার হাতে থাকে না। আর কিছু জিনিস থাকে যেটা তুমি পরিবর্তন করতে পারো।আমি শুধু বলতে পারি বাবা মাকে ঠিকঠাক পছন্দ কর। সবটাই জিনের উপর নির্ভর করছে। আর শশী থারুরের এই প্রশ্ন একেবারে ঝড় তুলে দিয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

এর সঙ্গেই শশী থারুর তাঁর ছোটবেলার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই আমার পড়ার খুব অভ্যাস ছিল। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার খুব টান ছিল। এরপর আমি সেটা বজায় রাখার চেষ্টা করি। তারপর এটা বজায় রাখার চেষ্টা করেছি সবসময়। আমি প্রচুর পড়াশোনা করি। আমি যে পড়াশোনা করি সেখান থেকে প্রচুর জ্ঞান আহরণ করার চেষ্টা করি।

 

এদিকে শশী থারুরের ওই কথোপথনকে কেন্দ্র করে সোশ্য়াল মিডিয়ায় নানা প্রশ্ন তুলছেন নেট নাগরিকরা। একজন লিখেছেন, সমস্ত ইনটেলেকচুয়ালদের গোপন কথা হল তাঁরা প্রচুর পড়াশোনা করেছেন। আর বর্তমান প্রজন্ম তো পড়তেই চায় না। এতটাই অলস হয়ে গিয়েছে তারা। আমার বয়স ২০ বছর। আর কলেজের সময় থেকেই আমি পড়াশোনা প্রচুর করি। আসলে আমার মনে হয় একটা ভালো বই পড়া মানে শতাব্দীর একজন ভালো মানুষের সঙ্গে কথা বলা।

অপরজন লিখেছেন, আপনার মুখে সুন্দর উত্তরটা শুনে খুব ভালো লাগল। সত্যি জিনটা একটা বড় ব্যাপার। তিনি একজন ইনটেলেকচুয়াল পরিবার থেকে এসেছেন। কিন্তু তিনি এই জায়গায় আসার জন্য পরিশ্রমও প্রচুর করেছেন। প্রচুর বই পড়তে হয়েছে তাঁকে। এভাবে শুধু ওই নাগাকন্যার নয়, থারুরের কথায় মন ভরেছে নেট নাগরিকদেরও।

বন্ধ করুন