নাম নথিভুক্ত করেছেন। অথচ ৪৫ বছরের নীচে হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে না বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেননি। ১৮-৪৪ বছর পর্যন্ত করোনাভাইরাস টিকাকরণের নথিভুক্তকরণের প্রথমদিনেই এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই।
কিন্তু কেন এরকম হচ্ছে? জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সিইও আর এস শর্মার দাবি, কবে ও কখন টিকা দেওয়া হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট রাজ্য এবং বেসরকারি হাসপাতালের উপর। যখন রাজ্য এবং বেসরকারি হাসপাতালগুলি টিকাকরণ কেন্দ্র, দামের মতো বিষয়গুলি জানাবে, তখন থেকেই মানুষ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, আগামী ১ মে থেকে কয়েকটি রাজ্য এবং হাসপাতাল যোগ দেবে। শর্মার কথায়, ‘কখন রাজ্যগুলি যোগ দেবে, আমরা তা জানিয়ে দেব। সেই তথ্য তুলে ধরব। মানুষের কাছে আর্জি, লগ-ইন করুন এবং টিকা পাওয়া যাচ্ছে দেখতে পেলে তবেই অ্যাপয়েন্টমেন্ট নিন।’

কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণের জন্য আজ (বুধবার) থেকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে। সেইমতো বিকেল চারটের সময় নথিভুক্তকরণ শুরু হতেই বিপত্তি দেখা দেয়। অধিকাংশের দাবি করেছিলেন, ফোন নম্বর দিলেও ওটিপি আসছে না। তার জেরে নথিভুক্ত করা যাচ্ছে না। পরে অবশ্য সেই সমস্যার সমাধান হয়। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সিইও জানান, প্রথম দেড় ঘণ্টায় ৮৭ লাখ মেসেজ পাঠানো হয়েছে। আর দিনে এক কোটি গ্রাহককে রেজিস্টার করতে পারে কো-উইন পোর্টাল।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
১) কো-উইন পোর্টালে (www.cowin.gov.in) যান।
২) 'Register/ Sign In yourself'-তে ক্লিক করুন।
৩) নিজের মোবাইল নম্বর দিন। সেই নম্বরে ওটিপি আসবে।
৪) সেই ওটিপি ওই সাইটে দিয়ে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।
৫) নিজের জন্মদিন, লিঙ্গ, এবং কোনও একটি সরকারি পরিচয়পত্রের নম্বর আপলোড করতে হবে।
৬) রেজিস্ট্রেশনের পর অ্যাপোয়েনমেন্ট নিতে হবে। কোথায় আপনি টিকা নিতে চান, তা বেছে নিন।