আগামী ১ মে থেকে করোনাভাইরাসের টিকাকরণের জন্য এখনও নথিভুক্ত করতে পারছেন না? কারণ নিয়ে অনেকেই ধন্দে আছেন। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণের জন্য আজ (বুধবার) বিকেল চারটে থেকে নথিভুক্তকরণ (রেজিস্ট্রেশন) শুরু হবে। তাই এখনও নথিভুক্তকরণ করা যাচ্ছে না।
বুধবার সকালে আরোগ্য সেতুর টুইটার অ্যাকাউন্টে বলা হয়, ‘২৮ এপ্রিল বিকেল চারটে থেকে cowin.gov.in পোর্টাল, আরোগ্য সেতু অ্যাপ এবং উমাঙ্গ অ্যাপে তৃতীয় পর্যায়ের টিকাকরণের জন্য নথিভুক্তিকরণ শুরু হবে। আগামী ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণের জন্য কত টিকাকরণ কেন্দ্র প্রস্তুত আছে, তার উপর ভিত্তি করে সরকারি এবং বেসরকারি কেন্দ্রের সময় দেওয়া হবে।’
চলতি মাসের তৃতীয় সপ্তাহে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১ মে থেকে শুরু হবে তৃতীয় পর্যায়ের টিকাকরণ। সেই দফায় সকল প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হবে। গত ১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ শুরুর পর প্রাথমিকভাবে করোনা যোদ্ধাদের টিকা প্রদান করা হচ্ছিল। তারপর ধাপে ধাপে টিকাকরণের সীমা আরও বাড়ানো হয়। সেভাবে আপাতত ৪৫ বছর এবং তার উর্ধ্বে সকলকে টিকা দেওয়া হচ্ছে।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
১) কো-উইন পোর্টালে (www.cowin.gov.in) যান।
২) 'Register/ Sign In yourself'-তে ক্লিক করুন।
৩) নিজের মোবাইল নম্বর দিন। সেই নম্বরে ওটিপি আসবে।
৪) সেই ওটিপি ওই সাইটে দিয়ে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে।
৫) নিজের জন্মদিন, লিঙ্গ, এবং কোনও একটি সরকারি পরিচয়পত্রের নম্বর আপলোড করতে হবে।
৬) রেজিস্ট্রেশনের পর অ্যাপোয়েনমেন্ট নিতে হবে। কোথায় আপনি টিকা নিতে চান, তা বেছে নিন।
৭) আপনার বাসস্থানের পিনকোড দিতে হবে। সেখান থেকে আপনার কাছে কাছের কয়েকটি টিকাকেন্দ্রের নাম, ঠিকানা আসবে।
৮) সবশেষে কনফার্ম করলেই বুকিং হবে।