বাংলা নিউজ > ঘরে বাইরে > Rajasthan CM issue: মুখ্যমন্ত্রী বাছাই ইস্যুতে কংগ্রেস কেন বারবার বিপাকে পড়ছে? রয়েছে কোন ফ্যাক্টর

Rajasthan CM issue: মুখ্যমন্ত্রী বাছাই ইস্যুতে কংগ্রেস কেন বারবার বিপাকে পড়ছে? রয়েছে কোন ফ্যাক্টর

অশোক গেহলোট বনাম সচিন পাইলট ইস্যু বড় হচ্ছে কংগ্রেসে। (File Photo) (HT_PRINT)

একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ২০০৮ সালে রাজস্থান থেকে বেশ খানিকটা দূর পুদুচেরিতে একই ছবি দেখা যায়। কংগ্রেসের হাইকমান্ডের মত শুনে এন রঙ্গস্বামীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়। তিনি নতুন পার্টি তৈরি করেন। আরও একটু দেখলে দেখা যাবে পঞ্জাবে কংগ্রেসের ছবিটাও একই। সদ্য সেখানে অমরিন্দর বনাম নভজ্যোতের ঝামেলা দেখা যায়। ফলে অমরিন্দরকে সরানো হয়।

শাসনকালের মাঝে কংগ্রেসের মুখ্যমন্ত্রী বদল ইস্যু সামনে এলেই দলীয় বিপাক বারবার দেখা দেয়। সদ্য কংগ্রেস সভাপতি নির্বাচন ইস্যুতে রাজস্থানে গেহলোট শিবির সরকার থেকে সরে দাঁড়ানোর স্টান্স নিতেই এক সংকটের মেঘ দেখা দিয়েছে কংগ্রেসের মধ্যে। এক্ষেত্রে যে ফ্যাক্টরগুলি কংগ্রেসকে ভাবিয়েছে, তা হল, স্থানীয় রাজনৈতিক মাটি জিতে নেওয়ার লড়াই, পোক্ত প্রার্থী খুঁজে বের করা, সহ নানান ইস্যু।

রবিবার রাত থেকেই রাজস্থানে কংগ্রেস সরকারের জটিলতা দেখা দিতে শুরু করে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট শিবিরের ৮৩ জন বিধায়ক, তাঁর বাড়িতে জমায়েত করেন। যেখানে ওই বিধায়কদের পার্টির পরিষদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। তাঁদের হুঙ্কার, যদি সচিন পাইলট রাজস্থানের মুখ্যমন্ত্রী হন, তাহলে তাঁরা ইস্তফা দেবেন। যার অবিশ্যম্ভাবী ফলাফল হল রাজস্থানে কংগ্রেসের সরকার পড়ে যাওয়া। অন্যদিকে, পার্টির হাইকমান্ডের পছন্দ রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসাবে সচিন পাইলটকে। কারিপাতা অনেকদিন পর্যন্ত ভালো থাকে এই উপায়ে রাখলে! সিক্রেটটি জেনে নিন

এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ২০০৮ সালে রাজস্থান থেকে বেশ খানিকটা দূর পুদুচেরিতে একই ছবি দেখা যায়। কংগ্রেসের হাইকমান্ডের মত শুনে এন রঙ্গস্বামীকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হয়। তিনি নতুন পার্টি তৈরি করেন। হাইকমান্ডের মতে পুদুচেরির শাসনভার যায় কংগ্রেসের বৈথিলিঙ্গমের কাছে। ২০২০ সালে কংগ্রেসের সরকারও পড়ে যায়, রাষ্ট্রপতি শাসন জারি হয়।

আরও একটু দেখলে দেখা যাবে পঞ্জাবে কংগ্রেসের ছবিটাও একই। সদ্য সেখানে অমরিন্দর বনাম নভজ্যোতের ঝামেলা দেখা যায়। ফলে অমরিন্দরকে সরানো হয়। ভোটে হারে কংগ্রেস সরকার। ২০২২ সালে মাত্র ১৮ জন বিধায়ক নিয়ে কংগ্রেস পঞ্জাবে বিরোধী আসনে বসেছে।

তবে অন্যদিকে, বিধানসভা ভোটগুলির আগে বহু রাজ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তন করেছে বিজেপি। পার্টির যাবতীয় ক্ষোভ বিক্ষোভ সামলে তা সফলভাবে হয়েছে। ক্ষমতার হস্তান্তর নিয়ে সংঘাত প্রকট হয়নি। উত্তরাখণ্ডে সেই ফর্মুলার পর সামনেই ২০২২ গুজরাতে নির্বাচনের আগে গোটা মন্ত্রিসভা বদল করেছে বিজেপি।

উল্লেখ্য, বিশ্লষকরা বলছেন, অসমে হিমন্ত বিশ্বশর্মা বনাম তরুণ গগৈ সংঘাত, হোক বা সচিন পাইলট বনাম অশোক গেহলোট সমস্যা, বছরের পর বছর ক্ষমতা হস্তান্তর পার্টির মধ্যে কংগ্রেসকে ভুগিয়েছে। এককালে তরুণ গগৈকে সামনে রেখে যে হিমন্ত বিশ্বশর্মার থেকে কংগ্রেস খানিকটা নজর সরিয়েছিল, সেই হিমন্ত বিশ্বশর্মা এখন উত্তরপূর্বের রাজনীতির অন্যতম ক্ষমতাশীল নেতা। তবে রাজস্থানের ইস্যুতে পুরনো পর্বকে ফের ফিরিয়ে না আনার চ্যালেঞ্জ রয়েছে সনিয়া গান্ধীদের সামনে। আর তাঁরা তা নিয়ে কোনপথে হাঁটেন সেদিকে নজর সকলের।

বন্ধ করুন