কেন শুক্রবার গুজরাত বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল না নির্বাচন কমিশন? এনিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের অভিযোগ আসলে ভোটের আগে নানা প্রতিশ্রুতি দেওয়ার সুযোগ করে দেওয়া হল। এদিকে এদিনই দুপুরবেলা নির্বাচন কমিশন দিল্লিতে প্রেসমিট করেছিল। তখনই চর্চা শুরু হয়ে যায় এদিনই ভোটের তারিখ ঘোষণা করা হবে গুজরাত আর হিমাচল প্রদেশের। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে দেন, হিমাচল প্রদেশে আগামী ১২ নভেম্বর ভোট হবে। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর।
গুজরাতের কংগ্রেস মুখপাত্র মণীশ দোশি জানিয়েছেন, হিমাচল প্রদেশের জন্য নির্বাচনী কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল। কিন্তু গুজরাতের জন্য় তেমন কোনও বিধি নেই। কারণ এখানে ভোটের দিনই ঘোষণা করা হয়নি এখনও। এটা করা হল কারণ যাতে বিজেপি ভোটের আগের প্রতিশ্রুতিগুলি ঢালাওভাবে পরিবেশন করার সুযোগ পায়।
এদিকে কংগ্রেসের দাবি, এর আগেও নির্বাচন কমিশন হিমাচল ও গুজরাতের ভোটের দিন আলাদা ফেলেছিল। ২০১৭ সালে ১২ অক্টোবর হয়েছিল হিমাচলের ভোট। আর ২৫ অক্টোবর হয়েছিল গুজরাতের ভোট। সেই সময় এক দফাতেই হিমাচলের ভোট হয়েছিল। কিন্তু গুজরাতের ভোট হয়েছিল দু দফায়।
এদিকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়েছিল কেন গুজরাতের ভোটের তারিখ ঘোষণা করা হল না? সেক্ষেত্রে কমিশন জানিয়েছে, ২০১৭ সালের প্রথা মেনেই দুটি পৃথক রাজ্যের ভোটের দিন আলাদাভাবে ঘোষণা করা হবে।