বাংলা নিউজ > ঘরে বাইরে > Caste Survey: পিছিয়ে পড়াদের সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে কেন ভয় পাচ্ছে বিজেপি? প্রশ্ন তুললেন লালুপ্রসাদ

Caste Survey: পিছিয়ে পড়াদের সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে কেন ভয় পাচ্ছে বিজেপি? প্রশ্ন তুললেন লালুপ্রসাদ

অখিলেশ যাদব ও লালু প্রসাদ যাদব(PTI Photo) (PTI)

বরাবরই লালু প্রসাদ যাবদ এই কাস্ট সেনসাসের পক্ষে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠের দাবির ভিত্তিতেই এই গণনা। এটা হতেই হবে।

অনির্বান গুহ রায়

বিহারে জাতিভিত্তিক সমীক্ষার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে পটনা হাইকোর্ট। এরপরই মুখ খুলতে শুরু করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তাঁর মতে বিজেপি কেন ভয় পাচ্ছে? পিছিয়ে পড়া শ্রেণিরা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে তা নিয়ে ভয় পাচ্ছে বিজেপি। দাবি লালু প্রসাদের।

তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, যারা জাতিভিত্তিক জনগণনার বিরোধিতা করছেন তারা মানবতা ও সমতার বিরোধী। তারা দারিদ্রতা, ভেদাভেদ, বেকারত্ব ও অর্থনৈতিকভাবে অসাম্যকে সমর্থন করছেন।

এদিকে বরাবরই লালু প্রসাদ যাবদ এই কাস্ট সেনসাসের পক্ষে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠের দাবির ভিত্তিতেই এই গণনা। এটা হতেই হবে। কাস্ট সেনসাস নিয়ে বিজেপির দ্বিচারিতা আসলে ধরা পড়ে গিয়েছে। এই জাতিভিত্তিক গণনার ক্ষেত্রে বিজেপি নানা সময় বাঁধা তৈরি করেছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে পটনা হাইকোর্ট বৃহস্পতিবার রাজ্যে জাতিভিত্তিক জনগণনা নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। আদালতের তরফে বলা হয়েছে এই ধরনের গণনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনও ক্ষমতা নেই। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এখনও এনিয়ে কোনও মন্তব্য করেননি। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব বৃহস্পতিবার জানিয়েছিলেন, সমস্ত শ্রেণির দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নের জন্য এই জাতিভিত্তিক জনগণনা করা হচ্ছিল। আদালত যে রায় দিয়েছে সেটা জানার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তেজস্বী যাদব জানিয়েছেন, তথ্য জানার জন্য জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত প্রয়োজন। দারিদ্রতা সম্পর্কে জানার জন্য়ও এটা প্রয়োজন ছিল। গোটা দেশ জুড়ে এই ধরনের জনগণনার ক্ষেত্রে বিজেপি পরিচালিত এনডিএ সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন তেজস্বী যাদব।

জেডিইউর রাজ্য মুখপাত্র নীরজ কুমার ও রাজ্য সভাপতি উমেশ খুশাওয়া জানিয়েছেন, রাজ্য সরকার আইনগত সব দিক খতিয়ে দেখছে।

অন্যদিকে বিজেপি নেতৃত্বও এনিয়ে মুখ খুলতে শুরু করেছেন। তাঁদের মতে, কাস্ট সার্ভের পক্ষে রাজ্য সরকার আদালতের কোনও দৃঢ় অবস্থান নেয়নি। সেকারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী জাতিভিত্তিক সমীক্ষার ক্ষেত্রে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না বলে দাবি বিজেপি নেতৃত্বের।

 

বন্ধ করুন