শচিন সাইনি
সরাসরি নাম উল্লেখ না করে শচিন পাইলটকে একহাত নিলেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট। রবিবার তিনি উল্লেখ করেন, কেন এতজন বিধায়ক ইস্তফা দিলেন? আসলে মুখ্যমন্ত্রীর চেয়ারে ওই নামটা নিয়ে তাঁদের আপত্তি, এটা একটা গবেষণার বিষয়।গত ২৫ সেপ্টেম্বর প্রায় ৯০জন বিধায়ক একসঙ্গে ইস্তফা দিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। কারণ গেহলটের উত্তরসূরি হিসাবে তাঁরা কেউই শচিন পাইলটের নামটা সহ্য করতে পারছিলেন না।
গেহলটের কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের কথা ছিল। সেকারণে তিনি মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করবেন বলে কথা উঠেছিল। পরে অবশ্য় তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনার পরে জানিয়ে দেন তিনি সভাপতি নির্বাচনের ভোটে লড়বেন না। কারণ রাজ্যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
এদিকে রবিবার তিনি বলেন, যখন নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ করার কথা বলা হয় তখন ৮০-৯০ শতাংশ বিধায়ক সরে যেতে চাইছিলেন। কিন্তু আগে এমন হয়নি রাজস্থানে। সাধারণত তাঁরা নতুন প্রার্থীকে মেনেই নেন। আমিও এর মধ্যে অন্য়ায় কিছু দেখি না। কিন্তু রাজস্থানে এটা একটা নতুন ব্যাপার যে বিধায়করা সব নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম শুনেই বিক্ষোভ শুরু করে দিলেন।
গেহলট বলেন, আমি সেদিন জয়শলমীর ছিলাম। আমি কিছু বুঝতেই পারিনি। কিন্তু ওরা বুঝে যান কে মুখ্যমন্ত্রী হতে পারেন।কিন্তু কেন ওরা এত ক্ষুব্ধ হলেন সেটা আমাদের নেতৃত্বের বোঝা দরকার। যদি কিছু সমস্যা থাকে তার সমাধান করা দরকার। তিনি বলেন, আমি আমার কাজ করে যাচ্ছি, যদি কোনও সিদ্ধান্ত নিতে হয় তবে দলের হাইকমান্ড নিতে পারে।