বাংলা নিউজ > ঘরে বাইরে > মোদী, অমিত শাহ চুপ কেন? বাংলা, বিহারের হিংসা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যসভার MP

মোদী, অমিত শাহ চুপ কেন? বাংলা, বিহারের হিংসা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যসভার MP

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(ANI Photo) (ANI)

সূত্রের খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সেই রাজ্য়ের রাজ্যপালের সঙ্গে কথা বলেন।

বাংলায় নতুন করে হিংসার আগুন। রিষড়ার রাস্তায় একের পর এক হিংসার ঘটনা। অন্যদিকে বিহারের সাসারাম সহ বিভিন্ন জায়গায় হিংসার আগুন জ্বলেছে।এবার এনিয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। তিনি প্রশ্ন তুলেছেন এই সময় মোদী, অমিত শাহ নীরব কেন?

কপিল সিব্বল এদিন আবেদন করেছেন, বাংলা ও বিহারে এই হিংসা বন্ধ হোক। ঘৃণার বীজ যাতে বপন করা না হয় তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি। তিনি জানিয়েছেন এই সব ঘটনায় অতি সাধারণ মানুষ বলি হন। এসব বন্ধ হোক।

তিনি বলেন, আমি চাই যেন প্রধানমন্ত্রী এনিয়ে কথা বলেন। আমি চাই অমিত শাহ যেন এনিয়ে কথা বলেন ও ঘটনার নিন্দা করেন। কিন্তু এত হিংসার মাঝেও তাঁরা কোনো কথা বলছেন না। তাঁরা একেবারে চুপ করে রয়েছেন।

তিনি বলেন, সকলকে আমার আন্তরিক আবেদন এটা একটা কোনও দলের ঘটনা নয়। এই পাগলামোর জন্য যারা দায়ী। এই পরিবেশ থেকে দেশের বেরিয়ে আসা দরকার। ২০২৪টি যেন এর কারণ না হয়। আইনের শাসন প্রয়োগ করা হোক। জানিয়েছেন কপিল সিব্বল।

তবে সূত্রের খবর ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সেই রাজ্য়ের রাজ্যপালের সঙ্গে কথা বলেন।

অন্যদিকে সূত্রের খবর, বাংলার ঘটনা নিয়েও তিনি বিভিন্ন মহলের সঙ্গে কথা বলেছেন বলে খবর।

তবে কপিল সিব্বলের দাবি এটাই যথেষ্ট নয়। এদিকে পুলিশ বিহারের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪৫জনকে গ্রেফতার করেছে। সেখানে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে বিহারে নতুন করে হিংসা ছড়িয়েছে। বিহারের নালন্দা জেলায় ও রোহতাস জেলার সাসারাম শহরে এই হিংসার ঘটনা হয়েছে। অন্তত ১০ জন জখম হয়েছেন এই ঘটনায়। শনিবার সন্ধ্যায় দুজন পুলিশও জখম হয়েছেন হিংসার ঘটনায়। পটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক নাবালকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে থমথমে হয়ে রয়েছে এলাকা।

নালন্দা থেকে পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে আগেই হিংসার ঘটনা হয়েছিল। তারপরের দিন লাহেরি থানা এলাকায় বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। তারা প্রকাশ্য রাস্তায় নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এর জেরে চারজন জখম হয়েছে।

বাংলার কাজিপাড়াতেও হিংসা ছড়িয়েছিল।

কপিল সিব্বল এর আগে কংগ্রেস জমানায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তবে গত বছর মে মাসে তিনি কংগ্রেস ত্যাগ করেন। তাঁর অবস্থান নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে পরে সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল সদস্য হিসাবে রাজ্যসভায় যান।

 

পরবর্তী খবর

Latest News

রহস্যজনক হত্যাকারীর হাতে খুন হাফিজ সইদের ভাইপো, আসলে কে এই আবু কাতাল? ইয়ার্কি হচ্ছে… কিউয়িদের কাছে লজ্জার হারের পর PCB-কে উত্তম-মধ্যম নেটিজেনদের WPL 2025-এ রেকর্ড গড়ে অরেঞ্জ ক্যাপ জিতলেন ন্যাট সিভার, সর্বাধিক রান কোন ৫ জনের? মার্চে বাংলায় টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে! ধর্মঘট রোখার বৈঠক ব্যর্থ, কবে? ভাঙড়ে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার জমিতে, পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তের দাবি শওকতের ট্যাংরা কাণ্ডের ছায়া বাংলার পড়শি রাজ্যে, তিন সন্তানকে মেরে আত্মঘাতী বাবা যানজট কমানোর আইডিয়া দিলেই মিলবে ১৬ লাখ, রাস্তা খুঁজছে ওই শহর ইংল্যান্ড সফরে ভারতকে কি নেতৃত্ব দেবেন রোহিত শর্মা? সামনে আসছে বড় খবর গরুর দুধের চেয়েও নাকি তিনগুণ ভালো! আরশোলার দুধ খেলে কী কী উপকার? কারা খান 'প্রতিযোগিতামূলক' দুনিয়ায় ছেলেদের ভবিষ্যৎ 'অন্ধকার', ২ খুদেকে 'খুন' করলেন বাবা

IPL 2025 News in Bangla

IPL 2025: ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি! SRH জার্সি গায়ে অনুশীলনে ঝড় তুলেছেন ইশান KKR-কে রাহানে নেতৃত্ব দিতে নামলেই হবে ইতিহাস, পিছনে ফেলবেন ধোনি, কোহলি, রোহিতদের WPL 2025 জয়ের পরে MI-এর ক্যাবিনেটে কতগুলো ট্রফি হল? দলের ফাইনালের রেকর্ড কী? ‘আমি CT জয়ের ছবি পোস্ট করলেই কেউ ২টি ট্রফি দিয়ে যাবে না’, সাফ কথা বিরাটের আমি টেস্ট খেলতে চাই কিন্তু… লাল বলের ক্রিকেট নিয়ে কী বললেন বরুণ চক্রবর্তী? কী খেয়েছি? এ বিষয় আলোচনা না করে ক্রিকেট নিয়ে কথা বলুন… কাকে তুলোধনা করলেন কোহলি? WPL-র ৩ মরশুমেরই ফাইনালে হার DC-র! ধসের পরে মরিয়া লড়াই কাপদের, তবে জিতল MI IPL 2025 শুরুর আগে দেখে নিন MI-এর সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ বেঙ্কির পর প্র্যাকটিস ম্যাচে ঝড় তুললেন রাসেল,ডি কক! চিন্তায় রাখল অধিনায়কের ফর্ম Video- KKRর প্র্যাকটিস ম্যাচে অনামী লুবনিথের ব্যাটিং ঝড়! অর্ধশতরান বেঙ্কিরও!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.