বাংলা নিউজ > ঘরে বাইরে > ত্রিপুরায় গিয়ে তৃণমূলে ফিরেছেন রাজীব, নেপথ্যে রয়েছে রাজনীতির বড় অঙ্ক

ত্রিপুরায় গিয়ে তৃণমূলে ফিরেছেন রাজীব, নেপথ্যে রয়েছে রাজনীতির বড় অঙ্ক

ত্রিপুরায় বক্তব্য রাখছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (ফেসবুক)

আবার তারপরই দেখা গেল, যোগদানের সকালেই বদলে যায় তাঁর ফেসবুক পেজের রং ও পোশাক।

বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেটা ত্রিপুরায় গিয়ে কেন?‌ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য–রাজনীতিতে। আবার তারপরই দেখা গেল, যোগদানের সকালেই বদলে যায় তাঁর ফেসবুক পেজের রং ও পোশাক। এই নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে তখন সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরার সংগঠনের কাজে লাগাবে তৃণমূল কংগ্রেস। তাই সেই বার্তা দিতেই ত্রিপুরায় নিয়ে গিয়ে তাঁকে যোগদান করানো হল।

কিন্তু এই পরিবর্তন নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়

বলেন, ‘‌আমি রং নিয়ে ভাবি না। আমি সব ধরণের পোশাকও পরি। আজ সবুজ পড়লাম মানে এটা নয় যে, আমি তৃণমূল কংগ্রেসে ফিরেছি বলে। আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওনার হাত ধরেই আমাকে যোগ দেওয়াবেন তাই ত্রিপুরায় আসা। তৃণমূল কংগ্রেস এখন সর্বভারতীয় দল। তাই ত্রিপুরাতে যোগ দিলে আমার আপত্তি কোথায়?‌’‌

 

রাজীব বন্দ্যোপাধ্যায় এই ব্যাখ্যা দিলেও তা অনেকেই মানতে নারাজ। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এখানে রাজনীতি করতে গেলে রাজীবকে অনেকেই মেনে নিতে পারবেন না। তাই ত্রিপুরায় গিয়ে সংগঠনের কাজ করলে কারও সঙ্গে সংঘাত লাগবে না। আবার ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তাই রাজীব সেখানে ঘাসফুল ফোটাবার কাজ করবেন। এমনকী এখানের পুরসভা নির্বাচনেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে বড় দায়িত্ব দেওয়া হবে। আর রাজীবকেও নিজেকে প্রমাণ করতে হবে। তাই তাঁকে ত্রিপুরায় যোগদান করানো হল।

রাজীবের ফেসবুক কভার ছবি বদলে নিজের ছবি ও তার সঙ্গে লেখা রয়েছে ‘মানুষের সাথে মানুষের পাশে।’‌ তার হালকা গেরুয়া থেকে রঙ হয়েছে নীল। ফেসবুক প্রোফাইলে বিজেপির কোনও সভা বা নেতাদের ছবি আর নেই। তবে বীর সাভারকারের ছবি এখনও রয়েছে। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে ফেরার পর অস্বস্তি তৈরি হয়েছে বিজেপিতে।

পরবর্তী খবর

Latest News

ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে হবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.