স্ত্রীকে খুন করে তাঁর দেহাংশ কেটে তা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করার কথা দাবি করল প্রাক্তন সেনাকর্মী স্বামী। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার হায়দারাবাদ। স্ত্রীকে খুন করার দাবি করা সেই প্রাক্তন সেনাকর্মী বর্তমানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছে। তার মৃত স্ত্রীর বয়স ৩৫ বছর বলে জানা গিয়েছে। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ জানিয়েছে, সেই প্রাক্তন সেনাকর্মীর দাবি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে পুলিশ। জেরায় সেই ব্যক্তি জানিয়েছে, স্ত্রীর সেদ্ধ করা দেহাংশ লেকের জলে ফেলে দিয়েছিল সে। (আরও পড়ুন: সেক্সে 'হ্যাঁ' মানে কি গোপন মুহূর্তের ভিডিয়ো করারও সম্মতি? কি বলল হাই কোর্ট?)
আরও পড়ুন: এবারের বাজেটে আয়করের নয়া স্ল্যাব আনতে পারে কেন্দ্র, মিলতে পারে ছাড়: রিপোর্ট
আরও পড়ুন: মার্কিন মুলুকে থাকা বেআইনি অভিবাসীদের ফেরত নেবে ভারত? জবাব দিলেন জয়শংকর
উল্লেখ্য, এই ৩৫ বছর বয়সি মহিলাকে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ। মহিলার পরিবারের সদস্যরা এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপরই তদন্ত শুরু করে। জেরায় নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে স্বামী। পুলিশের দাবি, ঝামেলা হওয়ায় স্ত্রীকে খুন করেছিল সেই ব্যক্তি। রিপোর্ট অনুযায়ী, গত ১৫ জানুয়ারি নিজের স্ত্রীকে খুন করে সেই ব্যক্তি। নিহত মহিলার নাম পুত্তাবেঙ্কট মাধবী। তাঁর খুনে অভিযুক্ত স্বামীর নাম গুরুমূর্তি। (আরও পড়ুন: ট্রাম্পের বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা জয়শংকরের, চিন্তা বাড়বে ইউনুসের?)
আরও পড়ুন: ঊষা ভান্সের ধর্ম কী? তিনি কোন দেশের নাগরিক? জবাবের খোঁজে হন্যে মার্কিনিরা
আরও পড়ুন: ইজরায়েলে হামাসের হামলায় 'ক্ষতি' হয়েছে আমাদের, বিস্ফোরক ইরানের শীর্ষস্থানীয় নেতা
এর আগে স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়ে গুরুমূর্তি দাবি করে, ঝগড়ার কারণে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। পরে থানায় স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে গুরুমূর্তি। সে জানায়, স্ত্রীর হার দেখে যাতে এটা বোঝা না যায় যে সেটা মানুষের হাড়, হামানদিস্তায় সেই হার গুঁড়ো করেছিল গুরুমূর্তি। এরপর মীরপেট লেকে সেই দেহাংশ নিয়ে গিয়ে ফেলে আসে গুরুমূর্তি। (আরও পড়ুন: নাক কাটল পাকিস্তানের, সন্ত্রাসবাদ নিয়ে পর্দা ফাঁস করে রিপোর্ট 'বন্ধু' তালিবানের)
এদিকে গুরুমূর্তির বয়ান অনুযায়ী মীরপেট লেকের আশেপাশে পুলিশ তল্লাশি শুরু করেছে। এদিকে ডগ স্কোয়ান নামানো হয়েছে। তবে এখনও পর্যন্ত মাধবীর দেহাংশের কোনও খোঁজ পায়নি পুলিশ। এদিকে পুলিশ তদন্ত জারি রেখেছে। আরও গভীরে তদন্ত চালিয়েই ঘটনার বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।