দেবব্রত মোহান্তি
সুজাতা আর কার্তিকেয়ন। আইএএস। তিনি বিজেডি নেতা ভিকে পান্ডিয়ার স্ত্রী। ৬ মাসের জন্য ছুটিতে গেলেন তিনি। কেন ছুটিতে গেলেন তিনি?
বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজু জনতা দলের (বিজেডি) পরাজয়ের পরে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিশ্বস্ত সহযোগী ভি কে পান্ডিয়ান কোথায় আছেন তা নিয়ে জল্পনার মধ্যে, ওড়িশার প্রাক্তন আমলার স্ত্রী এবং আইএএস অফিসার সুজাতা কার্তিকেয়ন প্রায় ছয় মাসের জন্য ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার সাধারণ প্রশাসন দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী বছর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে চলা মেয়ের দেখাশোনার জন্য ৩১ মে থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রায় ছ'মাসের জন্য চাইল্ড কেয়ারের ছুটি পেয়েছেন রাজ্যের অর্থ দফতরের বিশেষ সচিব সুজাতা।
সরকারি পদের অপব্যবহারের অভিযোগে সুজাতাকে মিশন শক্তি বিভাগ থেকে অর্থ বিভাগে বদলি করার প্রায় এক মাস পরে এই বিষয়টি সামনে এল এবার। বিজেপি, যারা আগে বিরোধী দলে ছিল এবং এখন রাজ্যে সরকার গঠন করতে চলেছে, অভিযোগ করেছিল যে আইএএস অফিসার মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ভোটারদের প্রভাবিত করতে বাধ্য করছেন এবং এমনকি সরকারী আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।
হিন্দুস্তান টাইমসের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৪ জুন বিধানসভা নির্বাচনে বিজেডি হেরে যাওয়ার পর থেকে পান্ডিয়ানকে কোথাও দেখা যায়নি। দলটি লোকসভায় একটি আসনও সুরক্ষিত করতে ব্যর্থ হয়েছিল, যার জন্য বিধানসভা নির্বাচনের সাথে ভোট অনুষ্ঠিত হয়েছিল।
বৃহস্পতিবার কয়েকটি টিভি চ্যানেলে পান্ডিয়ানকে দিল্লির আইজিআই বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।
আমলা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই রাজনীতিবিদকে প্রায় সব অনুষ্ঠানেই নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা গেলেও বুধবার রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে গিয়ে পট্টনায়েকের সঙ্গে গিয়েছিলেন তিনি। দলীয় নেতারা গত দু'দিন ধরে পট্টনায়েকের সাথে দেখা করার সময় তিনি অনুপস্থিত ছিলেন।
এদিকে বর্তমানে দেখা যাচ্ছে ওড়িশায় একাধিক অবসরপ্রাপ্ত আমলা পদত্যাগপত্র জমা দিচ্ছেন। তার মধ্য়েই এবার ছুটিতে গেলেন ভিকে পান্ডিয়ানের স্ত্রী।
এর আগে প্রাক্তন মুখ্যসচিব সুরেশ চন্দ্র মহাপাত্র মুখ্য়মন্ত্রীর অফিসের মুখ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এরকমই একাধিক অবসরপ্রাপ্ত আইএএস এবার পদত্যাগ করার উদ্যোগ নিয়েছেন।