বাংলা নিউজ > ঘরে বাইরে > আবারও কি দেশে সম্পূর্ণ লকডাউন? জানিয়ে দিলেন সীতারামন

আবারও কি দেশে সম্পূর্ণ লকডাউন? জানিয়ে দিলেন সীতারামন

সপ্তাহান্তের লকডাউনে ফাঁকা মুম্বি। (ছবি সৌজন্য পিটিআই)

দেশের করোনাভাইরাস সংক্রমণের হার ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে দেশ জুড়ে কি ফের লকডাউন করা হবে, এই প্রশ্ন মানুষের মধ্যে ঘোরাফেরা করছিল। এরইমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দিলেন, দেশে বড়সড় লকডাউনের পথে হাঁটবে না সরকার।সেক্ষেত্রে স্থানীয় কনটেন্টমেন্ট জোনের উপর জোর দেওয়া হবে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। দেশে অর্থনীতি পুরোপুরি থমকে যাক, সেটা চাই না। যাঁরা আক্রান্ত হচ্ছেন বা যাঁরা কোয়ারেন্টাইনে আছেন, তাঁদের ক্ষেত্রে স্থানীয় কনটেনমেন্ট জোনের মাধ্যমে করোনার ঢেউয়ের মোকাবিলা করা হবে।তবে দেশ বড়সড় লকডাউনের পথে হাঁটবে না।’ সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফেও বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘করোনার সংক্রমণ রুখতে কেন্দ্র যে পঞ্চমুখী কৌশল নিয়েছে, তার মধ্যে রয়েছে, টেস্ট–ট্র‌্যাক–ট্রিট–ভ্যাকসিনেশন (নমুনা পরীক্ষা, নজরদারি, চিকিৎসা এবং টিকাকরণ) এবং করোনা সংক্রান্ত বিধি পালন।’

ইতিমধ্যেই বিশ্ব ব্যাঙ্কের ডেভিড মালপাসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।ভারতের জন্য ঋণদানের পরিধি বাড়ানোর যে উদ্যোগ বিশ্ব ব্যাঙ্ক নিয়েছে, তার প্রশংসা করেন সীতারামন। এই বিষয়ে বিশ্ব ব্যাঙ্কের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে ভারতের অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে সীতারামনের সঙ্গে মালপাসের আলোচনা হয়েছে।কোভিড মোকাবিলায় ভারতের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মালপাস। দারিদ্র দূরীকরণ ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রেও ভারতের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।’

রেছেন তিনি।

ঘরে বাইরে খবর

Latest News

কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.