মহেন্দ্র সিং ধোনির মধ্যে ভালো রাজনীতিবিদ হয়ে ওঠার সমস্ত মশলা আছে। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক আদৌও রাজনীতিতে যোগ দেবেন কিনা, সে বিষয়ে তাঁর কোনও ধারণা নেই বলে দাবি করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। তাঁর মতে, ধোনি যদি কখনও রাজনীতিতে আসেন, তাহলে যেখান থেকেই নির্বাচনে লড়াই করবেন, সেখান থেকেই জিতে যাবেন। সে বিষয়ে ছিটেফোঁটাও সন্দেহ নেই। আর সেই জয়ের কারণটা একেবারেই অনুমেয় বলে দাবি করেন বিসিসিআইয়ের সহ-সভাপতি। রাজীব আরও জানান, তাঁর বরাবর এটা মনে হয়েছে যে বাংলার রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ বঙ্গ রাজনীতিতে প্রবেশ করবেন?
আর যে রাজীব সেই মন্তব্য করেছেন, তিনি শুধু বিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট নন, রাজনীতিবিদও বটে। আপাতত রাজ্যসভার সদস্য তিনি। সেই রাজীব বিয়ার বাইসেপের শোয়ে বলেন, ‘আমার মনে হয়, ধোনি (ভালো) রাজনীতিবিদ হতে পারে। তবে ও রাজনীতিবিদ হবে কিনা, সেটা ওর উপরে নির্ভর করছে। সৌরভের ক্ষেত্রে আমার বরাবর মনে হয়েছে যে ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশ করবে।'
আরও পড়ুন: ভিডিয়ো: অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক
তবে ওই ইউটিউব শোয়ে বিসিসিআইয়ের সহ-সভাপতি এটাও বলেছেন, ‘আমি জানি না যে ও (ধোনি) রাজনীতির দুনিয়ায় প্রবেশ করবে কিনা। সেই বিষয়টা পুরোপুরি ওর উপরে নির্ভর করছে।’ সেইসঙ্গে তিনি বলেছেন, 'ধোনি রাজনীতিতেও ভালো হতে পারে। ও হাসতে-হাসতে জিতে যাবে। ও খুব জনপ্রিয়।’
ধোনিকে নিয়ে গোপন কথা ফাঁস!
সেইসবের মধ্যেই একটি গোপন কথাও ফাঁস করে দিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি। তিনি বলেন, ‘আমি ওকে একবার বলেছিলাম, আমি শুনতে পারছি যে ধোনি লোকসভা নির্বাচনে লড়াই করবে। ও বলেছিল যে না, না, না (আমি লোকসভা ভোটে লড়াই করছি না)।’
আরও পড়ুন: ‘PR টিম থাকলে অধিনায়ক হয়ে যেতাম, আমি ভালো খেললে সহ্য করতে পারত না গম্ভীর’! বিস্ফোরক মনোজ
ধোনিকে ফোনে পাওয়া দুষ্কর, মত রাজীবের
আর ধোনি কেন রাজনীতি থেকে দূরে আছেন, সেটারও কারণ ব্যাখ্যা করেছেন ভারতীয় বোর্ডের সহ-সভাপতি। তাঁর কথায়, ‘আড়ালে থাকাটাই হল ওর স্বভাব। ও নিজের কাছে মোবাইল ফোনও রাখে না। এমনকী ওর সঙ্গে যোগাযোগ করতে গেলে ভারতীয় বোর্ডের নির্বাচকদেরও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কারণ ওর কাছে মোবাইল থাকে না।’ সেইসঙ্গে রাজীব বলেন, ‘খ্যাতির আলো থেকে দূরে থাকাই ওর স্বভাব। তবে ও যে কাজটা করে, সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে করে।'