বাংলা নিউজ > ঘরে বাইরে > মসজিদের সামনের লাউডস্পিকার সরিয়ে নিতে হবে, নাহলে বাজানো হবে হনুমান চালিশা: রাজ

মসজিদের সামনের লাউডস্পিকার সরিয়ে নিতে হবে, নাহলে বাজানো হবে হনুমান চালিশা: রাজ

রাজ ঠাকরে। (ছবি সৌজন্যে, বিজয় বাটে/হিন্দুস্তান টাইমস)

রাজ দাবি করেন, ‘আমি (কোনও ধর্মের) প্রার্থনা বা কোন ধর্মের বিরোধী নই।'

মসজিদের বাইরে থেকে লাউডস্পিকার সরিয়ে নিতে হবে। সেই কাজটা না করলে বাজানো হবে হনুমান চালিশা। মহারাষ্ট্র সরকারকে এমনই ‘হঁশিয়ারি’ দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএসএন) প্রধান রাজ ঠাকরে।

শনিবার মুম্বইয়ের শিবাজি পার্কে মারাঠি নববর্ষের অনুষ্ঠানে রাজ বলেন, ‘মসজিদের বাইরে লাউডস্পিকারের কী প্রয়োজন আছে? যখন সেই ধর্মের (ইসলাম ধর্ম) যাত্রা শুরু হয়েছিল, তখন কি লাউডস্পিকার ছিল? যদি সরকার এগুলি (লাউডস্পিকার) সরিয়ে না নেয়, তাহলে এমএসএন কর্মীরা হনুমান চালিশা চালাবেন।’ সঙ্গে রাজ দাবি করেন, ‘আমি (কোনও ধর্মের) প্রার্থনা বা কোন ধর্মের বিরোধী নই। আমি নিজের ধর্ম নিয়ে গর্ববোধ করি।’

মারাঠি নববর্ষের অনুষ্ঠানে হিন্দুত্ববাদী তাস খেলতে কোনওরকম কসুর ছাড়েননি রাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়ে রাজ বলেন, ‘এইসব বস্তিতে (মুম্বইয়ের মুসলিম অধ্যুষিক বস্তি এলাকা) পাকিস্তানের সমর্থকরা বাস করেন। মুম্বই পুলিশ ভালোমতোই জানে যে কী হচ্ছে। ভোটব্যাঙ্ক হিসেবে তাঁদের ব্যবহার করছেন আমাদের বিধায়ক। তাঁদের আধার কার্ডও নেই। কিন্তু তাঁদের আধার কার়্ তৈরি করে দিচ্ছেন আমাদের বিধায়করা।’

তারইমধ্যে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে কটাক্ষ করেন রাজ। তাঁর দাবি, ধর্ম, বর্ণের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে এনসিপি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএসএন) প্রধানের কথায়, ‘আমরা যদি জাতপাতের রাজনীতি থেকে বেরিয়ে না আসি, তাহলে আমরা কীভাবে হিন্দু হয়ে উঠব?’

শনিবার বিজেপি-শাসিত উত্তরপ্রদেশেরও ভূয়সী প্রশংসা করেন রাজ। বলেন, ‘উত্তরপ্রদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা দেখে ভালো লাগছে। মহারাষ্ট্রেও একইরকম উন্নয়ন চাই আমরা। আমি অযোধ্যায় যাব। তবে আজ (শনিবার) আপনাদের বলব না যে কখন আমি যাব। আমি হিন্দুত্ব নিয়ে বলব।’

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ঠাকুর দেখে বাড়ি ফিরতে মধ্যরাত, থাপ্পড় খেয়ে 'মাকে কুপিয়ে আত্মঘাতী' তরুণী! রেখা বা জয়া নয়,এই অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে ১১টি হিট সিনেমা উপহার দেন বিগ বি সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা অর্জুন মাথুর, বিয়ের ছবি হল ভাইরাল প্রিয় বন্ধুকে শেষ বিদায়, রতন টাটার মরদেহবাহী গাড়ির সামনে বাইকে শান্তনু সৃজিতের ‘ব্যর্থতায়’ খারাপ হয়েছে টেক্কা, দাবি রাণা সরকারের! দেবকে ‘তেল’ মারলেন? ফ্রেশারদের জন্য সুখবর, ক্যম্পাসিং শুরু করল TCS, প্রথম ৬ মাসে নিয়োগ ১১০০০ জনকে বেছে নেওয়া হল রতনের উত্তরসূরী, টাটা ট্রাস্টের মাথায় বসলেন কে? ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনও দল এমন ভাবে হারল! লজ্জার নজির গড়ল পাকিস্তান ‘সারা পৃথিবী ওঁর অভাবটা বুঝবে’, রতন টাটাকে নিয়ে সহজ ভাষায় বলেই দিলেন বিল গেটস কলকাতায় আসছেন IMA সভাপতি, আজই কড়া সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন চিকিৎসকরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.