তামিলনাড়ুতে বিহারের শ্রমিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হয়েছিল।তবে তামিলনাড়ুর তরফে ঘোষণা করা হয়েছে এই ভিডিয়ো একেবারে মিথ্যে। ফেক ভিডিয়ো। এবার এনিয়ে মুখ খুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি জানিয়েছেন, অন্য রাজ্য থেকে যারা কাজের জন্য এসেছেন তাদের সুরক্ষা দেওয়া হবে।
তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী বিশেষ বার্তায় জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকরা কেউ ভয় পাবেন না। যদি কেউ আপনাদের ভয় দেখায় তবে হেল্পলাইনে ফোন করবেন। তামিলনাড়ু সরকার ও এখানকার মানুষ পরিযায়ী ভাইদের পাশে থাকবে।
এর সঙ্গে বিহারের শ্রমিকদের তামিলনাড়ুতে পেটানো হয়েছে বলে যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে তা ফেক বলেও উল্লেখ করা হয়েছে। এনিয়ে গুজব না ছড়ানোর জন্য বলা হয়েছে। এনিয়ে সকলকে সতর্ক করা হয়েছে। এনিয়ে কেউ যেন আতঙ্কিত না হন, কারোর মধ্যে যাতে ভয় না ছড়ায় সেব্যাপারে বলা হয়েছে।
এদিকে সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে কোথাও কোনও গুজব ছড়ানো হচ্ছে কি না সেটাও দেখা হচ্ছে। কিছু ক্ষেত্রে ভুয়ো মেসেজ হোয়াটস অ্য়াপে ছড়ানো হচ্ছে কি না সেটাও দেখা হচ্ছে। এদিকে তামিলনাড়ু সরকার হিন্দিতে একটি বার্তা প্রকাশ করেছে। সেখানে পরিযায়ী শ্রমিকদের নানাভাবে আশ্বস্ত করা হয়েছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। শ্রমিকদের মধ্য়ে যাতে আস্থা ফেরে সেব্য়াপারেও জানানো হয়েছে। বিহার বিধানসভায় উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিজেপির কাছে দাবি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে কাছে যেন গোটা বিষয়টি নিয়ে তদন্তের জন্য় জানায়।
তবে তিনি জানিয়েছেন তামিলনাড়ু পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে ওই যে ভিডিয়োগুলি সামনে আনা হয়েছিল তা ভিত্তিহীন। ডিজিপি তামিলনাড়ু একেবারে নির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওই ভিডিয়োগুলির একেবারে ভিত্তিহীন। হিংসার কিছু পুরানো ভিডিয়োকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল তামিলনাড়ু বিহারের শ্রমিকদের জন্য় নিরাপদ নয়। তবে গোটাটাই আতঙ্ক ছড়ানোর জন্য় করা হয়েছিল। ঠিক কী হয়েছিল ঘটনাটি?
বৃহস্পতিবার ডিজিপি তামিলনাড়ু একটি ভিডিয়ো পোস্ট করেন। সেটা আবার বিহার পুলিশ ফের টুইট করেছে। সেখানে বলা হয়েছে বিহারের পরিযায়ী শ্রমিকদের উপর হামলার যে দুটি ভিডিয়ো তা ভুয়ো। বিহারের কেউ মিথ্য়ে এই ভিডিয়ো পোস্ট করেছিলেন।
ডিজিপি তামিলনাড়ু শ্লিয়েন্দ্র বাবু জানিয়েছেন, দুটি ভিডিয়ো ভুয়ো। এটা অনেক আগের ভিডিয়ো। এটা তিরুপুর বা কোয়েম্বাটুরে স্থানীয়দের সঙ্গে পরিযায়ীদের লড়াই নয়।একটি ভিডিয়োতে দুটি পরিযায়ী শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা। অপরটি কোয়েম্বাটুরে দুদল স্থানীয়দের মধ্যে লড়াই।
ডিজিপি জানিয়েছেন, বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে বিহারী পরিযায়ী শ্রমিকদের মারধর করা হয়েছে। এখানে সকলে শান্তিপূর্ণভাবে থাকেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক আছে।
ডিজিপি বিহার আর এস ভাট্টি জানিয়েছেন, তিনি তামিলনাড়ুর ডিজিপির সঙ্গে কথা বলেছেন। বলা হয়েছে সমস্ত বিহারি শ্রমিকরা নিরাপদে রয়েছেন। যে ভিডিয়ো দেখানো হয়েছে তা মিথ্যে।