ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা নিয়ে গুজব ছড়ানোর অভ্যাস নতুন নয়। সাধারণত ভুল ধারণা এবং অপ্রয়োজনীয় আতঙ্ক থেকেই এই গুজবগুলি ছড়ায়। তাছাড়া অনেকক্ষেত্রে অসাধু কর্তৃপক্ষের প্রভাবেও ভুল গুজব ছড়িয়ে পড়তে পারে।
1/5হাতা কাটা শার্ট পরলে ট্রাফিক পুলিশ জরিমানা করবে। লুঙ্গি পরে গাড়ি চালালেও হবে জরিমানা। গাড়ি চালানোর সময় 'চপ্পল' (চটি) পরে থাকলে জরিমানা করা হবে। এমন অনেক খবরই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এগুলির প্রকৃতপক্ষে কোনও আইনত ভিত্তি নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
2/5ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা নিয়ে গুজব ছড়ানোর অভ্যাস নতুন নয়। সাধারণত ভুল ধারণা এবং অপ্রয়োজনীয় আতঙ্ক থেকেই এই গুজবগুলি ছড়ায়। তাছাড়া অনেকক্ষেত্রে অসাধু কর্তৃপক্ষের প্রভাবেও ভুল গুজব ছড়িয়ে পড়তে পারে। ২০১৯ সালে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি টুইট করে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের সাথে যুক্ত কিছু গুজবের ইতি ঘটিয়েছিলেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
3/5কেন্দ্রীয় মন্ত্রী সাফ জানিয়েছিলেন, যে হাফ হাতা শার্ট পরা, লুঙ্গি বা গেঞ্জি পরে গাড়ি চালালে, অতিরিক্ত আলো ছাড়া গাড়ি চালালে, এবং গাড়ির কাঁচ অপরিষ্কার থাকলেও কোনও জরিমানা হবে না। চপ্পল পরার জন্য চালকদের জরিমানা করার দাবিকেও জাল বলে জানান তিনি। ফাইল ছবি: টুইটার (HT Photo)
4/5তবে সিট বেল্ট পরা, হেলমেট পরা, গতিসীমা মাথায় রাখা, ট্রাফিক লাইট মেনে চলার মতো বিষয়গুলি অবশ্যই মেনে চলতে হবেএক্ষেত্রে উল্লেখ্য, লুঙ্গি বা চপ্পলের কারণে চালকের নিজেরই গাড়ি বা মোটরসাইকেল চালাতে সমস্যা হতে পারে। সেই কারণে ড্রাইভিং বা রাইডের সময়ে এগুলি এড়িয়ে চলাই ভাল। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
5/5গাড়ি, মোটরসাইকেল চালানোর সময়ে সমান সোল রয়েছে, এমন কোনও জুতো পরলেই সবচেয়ে সুবিধা হবে। অন্যদিকে মোটরসাইকেল চালানোর সময়ে থাই-হাঁটুতে ঢিলে এবং গোড়ালির দিকে কিছুটা টাইট ট্রাউজার পরতে পারেন। মোটা কাপড়ের জিন্স পরলে বাড়তি সুরক্ষা পাবেন। তবে এগুলি সবই আপনার নিজের সুবিধার জন্য। এর সঙ্গে আইনের কোনও সম্পর্ক নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (HT Photo)